বঙ্গ

আলিপুরদুয়ারে প্রথম মহিলা চা-শ্রমিকদের যুগান্তকারী উদ্যোগ

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্ম সৃষ্টির কথা বলেছেন। তাঁর দেখানো পথে এগিয়ে এসেছেন মহিলারা। স্বনির্ভর হয়েছেন। এবার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আলিপুরদুয়ারে তৈরি হল প্রথম আদিবাসী পোশাকের শোরুম। এই ভাবনা মধু চা-বাগানের মহিলা শ্রমিকদের। সম্প্রতি স্থানীয় চা বাগানে নিযুক্ত মহিলা চা শ্রমিকরা, ডুয়ার্সের বিভিন্ন জনজাতি ও উপজাতীর প্রথাগত পোশাকের একটি বিশেষ শোরুমের উদ্বোধন করেছেন হাসিমারায়। বিশ্ব আদিবাসী দিবসে চালু হওয়া মধুবাগান বহুমুখী সমবায় সমিতির এই শোরুমটি সকলের নজর কেড়েছে।

আরও পড়ুন-কংগ্রেসকে তোপ

আলিপুরদুয়ার জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ওল্ড হাসিমারায় অবস্থিত, এই শোরুমটি ইতিমধ্যেই আশাব্যঞ্জক ব্যবসায়িক লেনদেন করতে সমর্থ হয়েছে। এবং সামনের উৎসবের মরশুমে, বিশেষ করে দুর্গাপুজো ও দেওয়ালিতে আশাতীত ব্যবসায়িক সাফল্য অর্জন করবে এমনটাই ধারণা তাদের সদস্যদের। এই উদ্যোগটি আলিপুরদুয়ারের চা-বাগানে আদিবাসী মহিলাদের দ্বারা হওয়া একেবারে প্রথম একটি উদ্যোগ। এই শোরুমে ঐতিহ্যবাহী শাড়ি, পাজামা-পাঞ্জাবি সেট এবং শিশুদের পোশাক সহ বিভিন্ন ধরনের প্রথাগত পোশাক রাখা হয়েছে। সেই তালিকায় রয়েছে নেপালি, ওরাওঁ, মেচ, মুন্ডা, সাঁওতাল, মাহালি এবং গারো সম্প্রদায় সহ বিভিন্ন উপজাতিদের পোশাক। এদের মধ্যে উল্লেখযোগ্য পোশাক হিসেবে রয়েছে সারনা শাড়ি, সাঁওতালি শাড়ি, এবং মুন্ডা শাড়ি, পাশাপাশি বিশেষ উপজাতীয় গামছা এবং নেপালি পোশাক। এই উদ্যোগ যাদের দ্বারা সম্ভব হয়েছে, সেই মধুবাগান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠা হয়েছিল ১০৩ জন সদস্য নিয়ে, যার মধ্যে প্রাথমিকভাবে ছিল মহিলা শ্রমিক ও তাদের সন্তানরা। সোসাইটির সেক্রেটারি, কণিকা ধনওয়ারের মতে, আমরা আগে কম্পোস্ট সার উৎপাদন করে চা-বাগান শ্রমিকদের জন্য অতিরিক্ত আয়ের পথ দেখিয়েছিলাম। পোশাকের খুচরা বিক্রি আমাদের উদ্যোগকে আরও অর্থনৈতিক উন্নয়নের পথে নিয়ে যাবে। আমাদের সকলের জন্য এটি একটি নতুন আশার আলো। সমবায় সদস্য রুপম দেব জানান, এটি ডুয়ার্স অঞ্চলে একটি যুগান্তকারী প্রচেষ্টা। যা চা বাগানের বর্তমান চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে একটি নতুন দিক নির্দেশ করবে। এই প্রকল্পের লক্ষ্য, আয়ের ধারাকে বৈচিত্র্যময় করা এবং এই সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ প্রদান করা।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 minute ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

37 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago