দেবশ্রী মজুমদার, বোলপুর: বোলপুরে জলস্তর মাটির নীচে নেমে যাওয়ার ফলে গ্রীষ্মে জলকষ্টে ভুগতে হয় বোলপুরবাসীকে। এবার সেই কষ্টের অবসান হতে চলেছে। বছর দেড়েকের মধ্যেই চালু হয়ে যাবে অম্রুত ২ প্রকল্পের জল সরবরাহ ব্যবস্থা। বোলপুর পুরসভা একমাস ধরে জোরকদমে এই জলপ্রকল্প রূপায়ণের কাজ চালাচ্ছে। পুরসভার ২২টি ওয়ার্ডের ১ লক্ষ ৪০ হাজার মানুষ এর ফলে উপকৃত হবেন। ইতিমধ্যে ৩৭টি বোরিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এরকম মোট ৫৭টি বোরিং হবে।
আরও পড়ুন-ইডেনে জমকালো সূচনা বঙ্গ টি-২০ প্রো লিগের
পাঁচটি নতুন ট্যাঙ্ক তৈরির পাশাপাশি পুরনোগুলিরও মেরামত করা হবে। এর ফলে আগামী ৩০ বছর বোলপুরবাসীর জন্য পানীয় জল সুনিশ্চিত করবে এই জলপ্রকল্প। ১৩৯ কোটি টাকা ব্যয়বরাদ্দ হয়েছে এই প্রকল্পে। চলতি বছরের মার্চ মাসে প্রকল্পের উদ্বোধনে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ অসিত মাল, বোলপুরের পুরপ্রধান চেয়ারম্যান পর্ণা ঘোষ, মিউনিসিপ্যাল ডাইরেক্টরেট-সহ অন্যরা। পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ধর্মরাজতলা শুঁড়িপাড়ায় জলাধারের কাজ চলছে। এছাড়াও জাম্বুনিতে নিরাশ্রয়ীদের বাড়ির পাশে চলছে জলাধার নির্মাণের কাজ। আরও পাঁচ জায়গায় একই সঙ্গে চলছে এই কাজ। পাশাপাশি কোপাই ও অজয় নদের ধারেও বোরিং চলছে। ৩৭টি জায়গা চিহ্নিত হয়েছে। ১১টা জায়গায় বোরিং বাকি আছে। তবে দেড় বছরের মধ্যে কাজ সম্পূর্ণ হবে বলেন জানান পুরপ্রধান পর্ণা ঘোষ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, মুখ্যমন্ত্রী নিরন্তর মানুষের জন্য কাজ করে চলেছেন। তার সুফল পাচ্ছেন মানুষ। বোলপুরের এই অম্রুত ২ জলপ্রকল্পের কাজ সম্পন্ন হলে বোলপুর পুরসভা এলাকার মানুষ আগামী ৩০ বছরের জন্য পানীয় জলের ব্যাপারে নিশ্চিত থাকবেন।