সংবাদদাতা, বাঁকুড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাঁকুড়ার মানাচর এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন দলের মুখপাত্র সমীর চক্রবর্তী এবং রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গত ২ অগাস্ট। স্থানীয় মানুষ তাঁদের জানিয়েছিলেন, প্রতি বছর বন্যা হলে মানাচরের মাটি ক্ষয়ে দামোদর নদে মিশে যায়। চাষের ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনায় বহু মানুষ প্রতি বছর প্রাণ হারান। সকলের দাবি ছিল, গার্ডওয়াল তৈরি করে ভূমিক্ষয় রোধ করতে হবে। দুই নেতা-নেত্রী তাঁদের জানান, সমস্যার কথা দিদিকে গিয়ে বলবেন। ওঁরা মুখ্যমন্ত্রীকে বলা মাত্র, উনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তার জেরেই তিন মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হতে চলেছে। সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েতের অন্তর্গত নিত্যানন্দপুরের সমিতি মানার দামোদর নদের উপর ২৬৫ মিটার বাঁধ নির্মাণ হচ্ছে। প্রায় ১০ হাজারের উপর কৃষক প্রতি বছর প্লাবনের দরুন সংকটে পড়তেন। বর্ধমান ডিভিশনের সেচ বিভাগের তত্ত্বাবধানে নির্মাণ হচ্ছে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের সোনামুখী ব্লক সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়। তিনি নির্মাণকাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। গার্ডওয়াল নির্মাণের প্রতিশ্রুতি রক্ষা হওয়ায় গ্রামের মানুষ খুশি।