ম্যাঞ্চেস্টার, ১৪ ডিসেম্বর : সাম্প্রতিক অতীতে ম্যাঞ্চেস্টার ডার্বির আগে এত খারাপ জায়গায় কখনও থাকেনি ম্যাঞ্চেস্টার সিটি। শেষ দশটি ম্যাচে তাদের জয়ের সংখ্যা মোটে এক। ফলে রবিবার প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে প্রবল চাপে পেপ গুয়ার্দিওয়ালার দল। তুলনায় রুবেন আমোরিমের হাতে পড়া দল কিন্তু মানসকবাবে ভাল জায়গায় রয়েছে।
আরও পড়ুন-বোকারোতে পথ দুর্ঘটনায় মৃত ৫, আহত ৩
সিটি গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু এবার শুধু হেরেই চলেছে। ফলে রাতের ঘুম উড়েছে কোচ গুয়ার্দিওলার। এদিকে আমোরিমের জন্য এটা প্রিমিয়ার লিগে সবথেকে কঠিন লড়াই। তাঁরাও গত সপ্তাহে পরপর দুটো ম্যাচ হেরেছেন আর্সেনাল ও নটিংহ্যাম ফরেস্টের কাছে। কিন্তু সিটির অবস্থা আরও করুণ। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে তারা জুভেন্টাসের কাছে হেরেছে। শেষ সাতবারের মধ্যে ছ’বার প্রিমিয়ার লিগ জেতা দলের বর্তমান হাল অনেককেই অবাক করেছে।
আরও পড়ুন-শিক্ষাব্যবস্থার মুকুটে আরও এক পালক! NAAC-এর সেরা তকমা রাজ্যের বিশ্ববিদ্যালয়কে, গর্বিত মুখ্যমন্ত্রী
এরিক টেন হ্যাগকে সরিয়ে আমোরিম ম্যান ইউয়ের দায়িত্ব নেোয়ার পর ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে ক্লাব। কিন্তু এখানে আসার আগে আমোরিম যখন স্পোর্টিং লিসবনে ছিলেন, তখন তাঁরা চ্যাম্পিয়ন্স লিগে সিটিকে ৪-১ গোলে হারিয়েছেন। এতিহাদ স্টেডিয়ামে আমোরিমের বর্তমান দলকে হারিয়ে গুয়ার্দিওয়ালা যে বদলা নিতে চাইবেন, সেই জোর এখন আর তাঁর নেই। চোট সমস্যাও চাপে রেখেছে তাঁকে। জুভেন্টাস ম্যাচের আগে গুয়ার্দিওয়ালা মেনে নিয়েছেন, তাঁর মানসিক অবস্থা ভাল নয়। রাতে ভাল ঘুম হচ্ছে না। পরে আরও দু’বছরের চুক্তি করা কোচ দাবি করেছেন, তিনি ভাল আছেন।
রবিবারের ম্যাচ নিয়ে গুয়ার্দিওয়ালা বলেছেন, তাঁরা সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু প্রত্যাশিত ফল না হলে কী করবেন! ম্যান ইউ ম্যাচ নিয়ে তাঁর বক্তব্য, আমি চন্তায় আছি। আর সেটা স্বাভাবিক। আরও একটা হার মানে আরও পিছিয়ে যাবে চতুর্থ স্থানে থাকা সিটি। যাদের সঙ্গে শীর্ষে থাকা লিভারপুলের আট পয়েন্টের ব্যাবধান। আমোরিমের ম্যান ইউ অবশ্য অনেক পিছনে ত্রয়োদশ স্থানে রয়েছে। তবে বৃহস্পতিবার ইউরোপা লিগে ভিক্টোরিয়া পিজেনকে হারিয়ে একটু মনোবল বেড়েছে রেড ডেভিলসদের। সিটির খারাপ হাল নিয়ে কোনো মন্তব্য না করে আমোরিম বলেছেন, আমরা একটা শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামছি। কিন্তু আমি আমার দলের দিকেই শুধু ফোকাস করছি।