পরিযায়ী শ্রমিক নিয়ে নির্দেশিকা

এসআইআর নিয়ে দলীয় নেতা-কর্মীদের কী করণীয় বুঝিয়ে দেওয়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের নিয়েও বিশেষ নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : এসআইআর নিয়ে দলীয় নেতা-কর্মীদের কী করণীয় বুঝিয়ে দেওয়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের নিয়েও বিশেষ নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, যেসব জেলায় পরিযায়ী শ্রমিকের আধিক্য রয়েছে, সেখানে বাড়তি নজর দিতে হবে।

আরও পড়ুন-শিল্প ও লগ্নি বাড়াতে ১৮ ডিসেম্বর রাজ্যে ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’

তাঁর স্পষ্ট নির্দেশ, ইমুনারেশন ফর্ম ফিলআপ করতে এখনই কোনও পরিযায়ী শ্রমিককে এখানে আসতে হবে না। সেই ফর্ম ফিলআপ করবেন তাঁর বাড়ির লোকজন। সাহায্য করবেন বিএলএ ২-রা। দলের ক্যাম্প থেকেও সহায়তা করা হবে। এরপর কোনও রাজনৈতিক দল যদি কোন প্রশ্ন তোলে বা অন্য কোনও সমস্যা তৈরি হয়, তখন বিষয়টি আরও ভাল করে দেখে নিয়ে প্রয়োজনে সেই পরিযায়ী শ্রমিককে ডেকে আনা যেতে পারে। এ ব্যাপারে বিশেষ সহায়তা করতে হবে পরিযায়ী শ্রমিক পরিবারকে।

Latest article