প্রতিবেদন : বড়সড় দুর্ঘটনা নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে (Gujarat salt factory collapsed)। বুধবার গুজরাতের (Gujarat salt factory collapsed) একটি লবণ তৈরির কারখানার দেওয়াল ভেঙে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে হঠাৎই মোরবির হালভাদে সাগর সল্ট ফ্যাক্টরি নামে একটি কারখানার দেওয়াল ভেঙে পড়ে। সেসময় কারখানায় শতাধিক শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ দেওয়াল ভেঙে পড়ায় তাঁরা সকলেই চাপা পড়েন। শেষ পাওয়া খবরে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত অনেকে। যার মধ্যে চারজনের অবস্থা অতি সংকটজনক।
আরও পড়ুন: স্বনির্ভর, স্বনিযুক্তি প্রকল্পের সম্বন্ধে একনজরে
প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এখনও বেশ কিছু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে খবর। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মার্জা (Brijesh Marga) জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই কারখানায় শতাধিক শ্রমিক কাজ করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ওই শ্রমিকরা ইট, বালি, সিমেন্টের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।