গুজরাতে বাজি কারখানার বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি করার আবেদন জানিয়েছেন তিনি। বাংলায় যখন কোনও ঘটনা ঘটে, তখন তাকে অনেক বড় করে দেখানো হয় কিন্তু একই ঘটনা যখন বিজেপিশাসিত রাজ্যে ঘটছে, সেই বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে থাকে বিরোধীরা। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) এই প্রসঙ্গে বলেন, আমরা সবাইকে বলব প্লাস্টিক জমায়েত করার আগে, ঘরে আগুন জালানোর আগে সচেতন হন। ক্র্যাকার আর গ্যাস সিলিন্ডার একসঙ্গে থাকা উচিত নয়। আরও সাবধানতা অবলম্বন করা উচিত। পাথর প্রতিমার ঘটনায় ওদের লাইসেন্স ছিল। কিন্তু গুজরাতে যে ২৫ জন মারা গেল তাদের লাইসেন্স ছিল না। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব, মানুষকে বাঁচানোর জন্য আপনারা সচেতনতা বৃদ্ধি করুন।
আরও পড়ুন- মানবিক হোন, শান্তিপূর্ণ মিছিলের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী