জাতীয়

রাজকোট গেমিং পার্লারের ঘটনায় গুজরাট হাইকোর্টের স্বতঃপ্রণোদিত মামলা

শনিবার সন্ধ্যায় টিআরপি গেম জোনে (TRP gamezone) অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যুর ফলে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নিয়েছে গুজরাট হাইকোর্ট (Gujrat Highcourt)। আদালত এর তরফে বলা হয়েছে, এটি একটি ‘ম্যানমেড বিপর্যয়’। আগামী ২৭ মে সোমবার গুজরাট হাইকোর্টে এই মামলার শুনানি হবে। জানা গিয়েছে, রাজ্যের গেম জোন নিয়ে নির্দেশিকা জারি করতে পারে হাইকোর্ট। বিচারপতি বীরেন বৈষ্ণব ও বিচারপতি দেবন দেশাইয়ের বেঞ্চ এদিন জানান, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এই ধরনের গেমিং জোন এবং বিনোদনমূলক পার্ক তৈরি করা হয়েছে।

আরও পড়ুন-শচীন্দ্রনাথের বিয়ে দিয়েছিলেন বিভূতিভূষণ

শুধু তাই নয়, বেঞ্চ আহমেদাবাদ, সুরাট, ভদোদরা এবং রাজকোট পুর নিগমগুলির আইনজীবীদের নির্দেশ দিয়েছে, আইনের কোন ধারার অধীনে এই ইউনিটগুলি কিভাবে শুরু হয়েছে এবং তাদের ব্যবসা চলছে তার যাবতীয় তথ্য সহ সোমবার আদালতের সামনে হাজির করতে হবে। গুজরাট হাইকোর্ট রাজ্য সরকার এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলির কাছে ইতিমধ্যেই জানতে চেয়েছে এই জাতীয় বিনোদন পার্ক তৈরির লাইসেন্স এবং ফায়ার এনওসি দিয়েছিল কিনা।

আরও পড়ুন-অসংলগ্ন কথার বন্যা প্রধানমন্ত্রীর মুখে, ‘মুজরা’ মন্তব্যের তীব্র নিন্দা তৃণমূলের

সংবাদমাধ্যমের তথ্য তুলে ধরেই হাইকোর্ট জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি, এনওসি শংসাপত্র, ফায়ার এনওসি এবং নির্মাণের অনুমতি নেওয়ার ক্ষেত্রে বাধা এড়াতে রাজকোটের টিআরপি গেম জোনে এভাবে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। আহমেদাবাদ শহরেও এই ধরনের গেম জোন তৈরি হয়েছে এবং এগুলি শিশুদের জন্য মোটেও নিরাপদ নয়। কিভাবে প্রশাসনের নাকের ডগায় এভাবে এগুলো গড়ে উঠতে পারে এই নিয়ে সংশয় প্রকাশ করেছে আদালত। প্রাথমিকভাবে আদালত মনে করছে একটি মানবসৃষ্ট বিপর্যয়। যেখানে শিশুদের নিরীহ প্রাণহানি ঘটেছে এবং পরিবারগুলি তাদের ক্ষতিতে মর্মাহত। আদালতের স্বতঃপ্রণোদিত মামলাটি সোমবার শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অগ্নি নিরাপত্তা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় জরুরি ভিত্তিতে শুনানির জন্য অমিত পাঞ্চালের আবেদন এদিন মঞ্জুর করেছে বেঞ্চ। পাঞ্চাল দাবি করেছেন এই পার্লার গুজরাট প্রাদেশিক পৌর কর্পোরেশন আইন, ১৯৪৯, গুজরাট ফায়ার প্রিভেনশন অ্যান্ড লাইফ সেফটি মেজার্স অ্যাক্ট, ২০১৩ এর অধীনে বিধি ও বিধান এবং সুপ্রিম কোর্ট এবং গুজরাট হাইকোর্টের জারি করা নির্দেশিকা মেনে করা হয় নি।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago