সংবাদদাতা, লাভপুর : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মী এবং রাজ্যের সাধারণ মানুষকে বিপদে-আপদে একে অপরের পাশে থাকার আবেদন করেন। নিজের দলের বিধায়কদের সব সময় পরামর্শ দেন সুখের দিনে না থাকতে পারলেও বিপদের সময় মানুষের হাত কখনওই ছাড়া যাবে না। মুখ্যমন্ত্রীর এই বার্তাকে পাখির চোখ করে একইভাবে মানবসেবায় নিয়োজিত লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। ২৫ বছর আগে লাভপুর লাঘাটার বাসিন্দা আদিবাসী মহিলা রূপালি হেমব্রম স্মৃতিভ্রংশ হয়ে নিখোঁজ হয়ে যান। ২৫ বছর পর অলৌকিকভাবে ওই মহিলার খোঁজ মেলে রাজস্থানের ভরতপুর জেলার এক আশ্রমে।
আরও পড়ুন-তাপপ্রবাহের মধ্যেই ফের কালবৈশাখীর সতর্কতা জারি
এই খবর পেয়ে বিধায়ক অভিজিৎ সিংহ যোগাযোগ করেন আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে। সেখান থেকেই ভিডিও কলে ওই মহিলার সঙ্গে তাঁর ছেলে ষষ্ঠী হেমব্রমের কথা হয়। এরপরই লাভপুর আদিবাসী সেলের তৃণমূল নেতা নারু মুর্মু, ওই মহিলার ছেলে ষষ্ঠী এবং বিধায়ক অভিজিৎ সিংহ রাজস্থান রওনা দেন রূপালিকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে আনার জন্য। বিধায়ক জানিয়েছেন, ইতিমধ্যে তাঁরা রাজস্থান পৌঁছেছেন। সম্ভবত বৃহস্পতিবার মহিলাকে নিয়ে লাভপুর ফিরবেন। তিনি বলেন, ‘আড়াই যুগ পরে এই আদিবাসী মহিলা তাঁর নিজের বাড়ি, নিজের গ্রামে ফিরছেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ঈশ্বরের অপরিসীম আশীর্বাদ ছাড়া আমরা কখনওই রূপালি দেবীকে ফিরিয়ে আনতে পারতাম না। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত খুশি, সুস্থ স্বাভাবিক অবস্থায় একজন মাকে তাঁর সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারব ভেবে।