খেলা

গিল-সুদর্শন জুটিতে দিল্লি জয়

নয়াদিল্লি: রবিবার কোটলায় ইতিহাস গড়লেন সাই সুদর্শন ও শুভমন গিল। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার কোনও দল দুশো রান তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ম্যাচ জিতল!
কে এল রাহুলের অনবদ্য সেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) ২০০ রানের টার্গেট দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এক ওভার হাতে রেখেই ১০ উইকেটে ম্যাচ পকেটে পুরে নিল গুজরাট। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শুভমনরা উঠে এলেন আইপিএলের শীর্ষে। সুদর্শন ৬১ বলে ১২টি চার ও ৪টি ছয় মেরে ১০৮ রানে নট আউট থাকলেন। শুভমন অপরাজিত থাকলেন ৫৩ বলে ৯৩ রান করে। তিনি ৩টি চার ও ৭টি ছয় মেরেছেন। এদিনের পর আইপিএলের প্লে-অফের প্রথম তিনটে দল নিশ্চিত হয়ে গেল। গুজরাট, আরসিবি ও পাঞ্জাব। এবার চার নম্বর জায়গার জয় লড়াই করবে দিল্লি, মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য, এই ম্যাচটা জেতা খুব জরুরি ছিল দিল্লির কাছে। কিন্তু হেরে রীতিমতো চাপে পড়ে গেলেন অক্ষররা। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট। যা পরিস্থিতি তাতে শেষ দুটো ম্যাচ জিততেই হবে দিল্লিকে।
এদিন ব্যাট করতে নেমে, স্কোরবোর্ডে ১৬ রান তুলতে না তুলতেই প্রথম ধাক্কা খেয়েছিল দিল্লি। ফাফ ডুপ্লেসি মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে দারুণ ব্যাট করছিলেন রাহুল। ব্যক্তিগত ৩৩ রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির দ্রুততম ৮ হাজার রানের ভারতীয় রেকর্ড টপকে গিয়েছিলেন রাহুল। এই মাইলস্টোনে পৌঁছতে বিরাটের লেগেছিল ২৪৩ ইনিংস। সেখানে ২২৪ ইনিংসেই কুড়ি-বিশের ফরম্যাটে ব্যক্তিগত ৮ হাজার রান পূর্ণ করেন রাহুল।
এদিকে, ডুপ্লেসি আউট হওয়ার পর অভিষেক পোড়েল দারুণ সঙ্গ দিচ্ছিলেন রাহুলকে। কিন্তু দু’জনে ৫২ বলে ৯০ রান যোগ করার পর, এই জুটি ভাঙেন সাই কিশোর। ১৯ বলে ৩০ করে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক। যদিও রাহুল ও অক্ষর প্যাটেলের সৌজন্যে দিল্লির রান তোলার গতিতে ভাটা পড়েনি। অক্ষর ১৬ বলে ২৫ রান করে প্রসিধ কৃষ্ণের শিকার হন। অন্যদিকে, ৬০ বলে সেঞ্চুরি করেন রাহুল। শেষ পর্যন্ত তিনি ৬৫ বলে ১১২ করে নট আউট থেকে যান। ট্রিস্টান স্টাবস ১০ বলে অপরাজিত ২১ রানের সংক্ষিপ্ত অথচ ঝোড়ো ইনিংস খেলে দেওয়াতে গুজরাটের সামনে দুশো রানের টার্গেট খাড়া করেছিল দিল্লি। যদিও শেষরক্ষা হল না!

আরও পড়ুন-কপোতাক্ষের জল আটকে বাংলাদেশকে উচিত শিক্ষা

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

23 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

27 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

36 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

41 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

50 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago