গার্ডনারের দাপটে জয় পেল গুজরাট

গার্ডনার এদিন টসে জিতে আগে ওয়ারিয়র্সকে ব্যাট করতে দেন। আর ২২ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ওয়ারিয়র্স।

Must read

বরোদা, ১৬ ফেব্রুয়ারি : ইউপি ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল গুজরাট জায়ান্টস। জয়ের নায়ক অধিনায়ক অ্যাশলে গার্ডনার। তিনি ৩৯ রানে ২ উইকেট নেওয়ার পর ৩২ বলে ৫২ করেছেন। এদিন জয়ের জন্য ১৪৪ রান দরকার ছিল গুজরাটের। তারা ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিয়েছে। হারলিন দেওল ৩৪ ও ডিয়ান্ড্রা ডটিন ৩৩ রান করেন।
মেয়েদের আইপিএলের প্রথম দু’টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রবিবার বরোদার কোটাম্বি স্টেডিয়ামে গুজরাট জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্স ম্যাচে তাই কী হয় সেদিকে নজর ছিল সবার। গুজরাট প্রথম ম্যাচে ২০২ রানের টার্গেট দিয়েও হেরেছে বেঙ্গালুরুর কাছে। রিচা ঘোষ অসাধারণ খেলে ম্যাচ জিতিয়ে দেন বেঙ্গালুরুকে। দীপ্তি শর্মার ওয়ারিয়র্সের অবশ্য রবিবার ছিল প্রথম ম্যাচ।

আরও পড়ুন-আর কত মৃত্যু ও দুর্ঘটনা! আতঙ্কের অপর নাম রেল

গার্ডনার এদিন টসে জিতে আগে ওয়ারিয়র্সকে ব্যাট করতে দেন। আর ২২ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ওয়ারিয়র্স। পরে উমা ছেত্রী (২৪) ও দীপ্তি শর্মা (৩৯) মিলে রান ৭৩ পর্যন্ত নিয়ে গেলে ওই রানেই উমা ফিরে যান। এক রান যোগ হওয়ার পর তালিয়া ম্যাকগ্রাও (০)। পরিস্থিতি আরও খারাপ হয় গ্রেস হ্যারিস (৪) যখন আউট হন। দলের রান তখন ৭৮/৫। ভরসা ছিলেন দীপ্তি। তিনিও ফিরে গেলে পরিষ্কার হয়ে যায় যে, বড় রান হচ্ছে না ওয়ারিয়র্সের। শেষপর্যন্ত তারা ২০ ওভারে ১৪৩/৯ করেছে। শেষদিকে আলানা কিং নট আউট থেকে যান ১৯ রানে। প্রিয়া মিশ্র তিনটি উইকেট নিয়েছেন। কিন্তু প্রথম ম্যাচে তাদের হারতেই হয়েছে।

Latest article