লিবিয়ায় অপহৃত গুজরাতি পরিবার

Must read

আমেদাবাদ: লিবিয়ায় অপহৃত ৩ বছরের কন্য-সহ গুজরাতের (Gujrati Family_Libiya) দম্পতি। ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা তাঁদের আটকে রেখেছে বলে জানা গিয়েছে। কিসমতসিংহ চাভদা, হিনাবেন ও মেয়ে দেবাংশী মেহসানার বাদলপুর গ্রামের বাসিন্দা। পর্তুগালের এক এজেন্টের কথায় ২৯ নভেম্বর আমেদাবাদ থেকে দুবাইয়ের বিমানে ওঠেন তাঁরা। সেখান থেকে লিবিয়ার (Gujrati Family_Libiya) বেনগাজি শহরে নামামাত্রই অপহরণ করা হয় তাঁদের।

আরও পড়ুন-১২২ বছর পর রহস্য উন্মোচন, কোনারক মন্দিরের গর্ভগৃহে খনন শুরু

Latest article