জেতালেন পুরান ও মার্করাম

একানা স্টেডিয়ামে গুজরাট জায়ান্টস কিন্তু বেশ ভাল শুরু করেছিল। তারা ১২ ওভারে বিনা উইকেটে ১২০ রান তুলে ফেলেছিল।

Must read

লখনউ, ১২ এপ্রিল : আইপিএলে (IPL) এবার সবার চোখ পাওয়ার প্লে-র দিকে। প্রথম ৬ ওভারে যতটা পারো রান তুলে নাও। গুজরাট টাইটান্সের ১৮০-৬-কে তাড়া করতে গিয়ে লখনউ সুপার জায়ান্টস এই পাওয়ার প্লে-কে দারুণ ব্যবহার করল। তাদের প্রথম ব্যাটার যখন আউট হলেন, লখনউয়ের রান ছিল ৬.২ ওভারে ৬৫-১। ঋষভ পন্থ আউট হন ২১ রান করে। তিনি মার্করামের সঙ্গে ইনিংস শুরু করেছিলে্ন। ঋষভ সেট হয়েও উইকেট দিয়ে গেলেন প্রসিধ কৃষ্ণকে। এরপর নিকোলাস পুরান নেমে মার্করামের সঙ্গে ভালই শুরু করেন। মার্করাম অবশ্য সেই প্রসিধের বলে ফিরে যান ৫৮ রানে। কিন্তু ততক্ষণে লখনউ জয়ের পথে অনেকটা এগিয়ে গিয়েছে। পুরান ৬১ রান করেন। সুপার সাব আয়ুষ বাদোনি নট আউট থেকে যান ২৮ রানে। ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৮৬ রান তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এর আগের ম্যাচে তারা কেকেআরকে ৪ রানে হারিয়েছিল।

আরও পড়ুন-বয়কট করলেন ক্ষুব্ধ ক্রীড়ামন্ত্রী

একানা স্টেডিয়ামে গুজরাট জায়ান্টস কিন্তু বেশ ভাল শুরু করেছিল। তারা ১২ ওভারে বিনা উইকেটে ১২০ রান তুলে ফেলেছিল।শুভমন গিল তখনই ৩৮ বলে ৬০ রান করে ফিরে গেলেন। ঠিক ২ রান যোগ হওয়ার পরই আরেকসেট ওপেনার সাই সুদর্শন ৫৬ রানে আউট হয়ে যান। তাঁকে ফিরিয়েছেন রবি বিষ্ণোই। শুভমন আবেশ খানের শিকার। এখান থেকে গুজরাট বড় স্কোর করবে বলেই মনে হচ্ছিল। কিন্তু তারা শেষপর্যন্ত ২০ ওভারে ১৮০-৬-এর বেশি তুলতে পারেনি। গুজরাট ইনিংসে লম্বা ধস নামল পরের দিকে। জস বাটলার ১৬, শেরফান রাদারফোর্ড ২২, রান করেছেন। বাকিদের ব্যাট থেকে আর কিছুই আসেনি। ওয়াশিংটন সুন্দর ২, রাহুল তেওটিয়া ০ রানে আউট হয়েছেন। শাহরুখ খান ১১ ও রশিদ খান ৪ রানে অপরাজিত থেকে যান। শার্দূল ঠাকুর ৩৪ রানে ২টি উইকেট নিয়েছেন। ৩৬ রানে ২টি উইকেট নিয়েছেন বিষ্ণোই। ১টি করে উইকেট নেন দিগ্বেশ সিং রাঠি ও আবেশ খান।

Latest article