শুভমন-সুদর্শনে গুজরাটের জয়

Must read

আমেদাবাদ, ১০ মে: শুভমন গিল ও সাই সুদর্শনের জোড়া শতরানে ভর করে চেন্নাই সুপার কিংসকে ৩৫ রানে হারাল গুজরাট টাইটান্স। গুজরাটের ২৩১ রান তাড়া করতে নেমে সিএসকে থামল ১৯৬ রানে। গতবারের ফাইনাল হারের বদলা নিয়ে প্লে-অফের দৌড়ে ভেসে রইল গুজরাট। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শুভমনরা ৮ নম্বরে উঠল। গতবারের চ্যাম্পিয়ন সিএসকে হারের পরেও চার নম্বরে (১২ ম্যাচে ১২ পয়েন্ট) থাকলেও তাদের চাপ বাড়ল।

আরও পড়ুন-নরেন্দ্র দাভোলকর হত্যায় যাবজ্জীবন দুজনের, প্রমাণের অভাবে বেকসুর ৩

আইপিএলের ইতিহাসে শততম শতরান হল শুক্রবার। গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমন গিল শতরান করলেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ৫০ বলে করা তাঁর শতরান আইপিএলে শততম। একইসঙ্গে আইপিএলে নিজের চতুর্থ শতরানও করলেন শুভমন। গুজরাটের দুই ওপেনার শুভমন এবং সাই সুদর্শনের ব্যাট থেকে এল সেঞ্চুরি ইনিংস। একটা সময় দু’জনেই ৪৮ বলে ৯৬ রানে ছিলেন। তবে আগে শতরান পূর্ণ করে আইপিএলের ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন শুভমন। তাঁর শতরান আইপিএলের ইতিহাসে ১০০তম।
জবাবে ড্যারিল মিচেল (৬৩) ও মইন আলির (৫৬) ব্যাটে শুরুর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে সিএসকে জয়ের স্বপ্ন দেখালেও তা যথেষ্ট ছিল না। শিবম দুবে, রবীন্দ্র জাদেজার জন্যও কাজটা কঠিন ছিল। শেষ দু’ওভারে মহেন্দ্র সিং ধোনি মোতেরার গ্যালারির মনোরঞ্জন করলেন তিন ছক্কা ও একটি বাউন্ডারিতে ১১ বলে অপরাজিত ২৬ রানের ক্যামিও খেলে। গুজরাটের হয়ে দুর্দান্ত বোলিং করেন মোহিত শর্মা (৩ উইকেট) ও রশিদ খান (২ উইকেট)।

Latest article