সিঙ্গাপুর, ১ ডিসেম্বর : ম্যাচ যত রাউন্ড গড়াচ্ছে, ততই জমে উঠছে দাবা (chess) বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াই। মগজাস্ত্রের লড়াইয়ে ভারতের ডি গুকেশ রীতিমতো টক্কর দিচ্ছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চিনা গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনকে। রবিবার দু’জনের মধ্যে ষষ্ঠ রাউন্ডের ম্যাচও ড্র হল। ফলে গুকেশ এবং লিরেন, দু’জনেরই পয়েন্ট বেড়ে হল ৩। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১৪ রাউন্ডের লড়াইয়ে যিনি প্রথম ৭.৫ পয়েন্ট পাবেন, তিনিই বিশ্বসেরা দাবাড়ুর মুকুট মাথায় পরবেন। হাতে রয়েছে এখনও ৮টি রাউন্ড। শেষ পর্যন্ত কার মাথায় বিশ্বসেরা দাবাড়ুর তাজ ওঠে, সেটাই এখন দেখার।
আরও পড়ুন-সিসি ক্যামেরায় ডাক্তারি পরীক্ষা, রুমে ঢোকার আগে ‘বডি ফ্রিসকিং’
রবিবার কালো ঘুঁটি নিয়ে খেলেছেন গুকেশ। অন্যদিকে, সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন লিরেন। চিনা দাবাড়ু মাত্র সাত মিনিটেই ২০টি চাল দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন। যদিও গুকেশও পাল্টা কিছু বুদ্ধিদীপ্ত চাল চেলে পরিস্থিতি সামলে নেন। শেষ পর্যন্ত ৪৬ চালের পর দু’জনেই ম্যাচ ড্র বলে মেনে নেন।
কনিষ্ঠতম চ্যালেঞ্জার হিসাবে বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ে জায়গা করে নিয়েছেন গুকেশ। চ্যাম্পিয়নশিপের শুরুটা ভাল হয়নি ভারতীয় দাবাড়ুর। প্রথম গেমে লিরেনের কাছে হেরে গিয়েছিলেন। এরপর দ্বিতীয় গেম ড্র হয়। তবে তৃতীয় গেম জিতে লড়াইয়ে দারুণভাবে ফিরে এসেছেন গুকেশ। এরপর চতুর্থ এবং পঞ্চম গেম ড্র হয়েছিল। এবার ষষ্ঠ গেমও অমীমাংসিতভাবে শেষ হল। সোমবার রেস্ট ডে। মঙ্গলবার থেকে ফের শুরু হবে দাবায় বিশ্বসেরা হওয়ার লড়াই।