সিঙ্গাপুর, ১০ নভেম্বর : দাবার নতুন বিশ্ব চ্যাম্পিয়ন কে হবেন, তা জানার জন্য অপেক্ষার প্রহর ক্রমশ কমছে। বর্তমান চ্যাম্পিয়ন চিনা গ্র্যান্ডমাস্টার ডিং লিরেন ও ১৮ বছরের ভারতীয় চ্যালেঞ্জার ডি গুকেশ একই বিন্দুতে দাঁড়িয়ে। দু’জনেরই পয়েন্ট ৬-৬। কিন্তু সোমবার ১২ নম্বর গেমে লিরেনের কাছে হেরে গিয়ে কাজটা কঠিন করে ফেলেছেন গুকেশ। খেতাবি লড়াইয়ে বাকি দু’টি গেমে সবার আগে যিনি ৭.৫ পয়েন্ট অর্জন করবে, তাঁর মাথায় উঠবে সেরার শিরোপা। বুধবার আবার সাদা ঘুঁটি নিয়ে ১৩ নম্বর গেম শুরু করবেন গুকেশ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন মনে করছেন, এই পরিস্থিতিতে মানসিকভাবে এগিয়ে থাকবেন লিরেন। দ্বাদশ রাউন্ডে প্রতিপক্ষকে পাল্টা আক্রমণ করার সুযোগ দিয়ে ডুবেছেন গুকেশ।
আরও পড়ুন-রানে ফিরতে ব্যাটিংয়ে বদল আনলেন কোহলি
একটি পডকাস্টে কার্লসেন বলেছেন, ‘‘পয়েন্টে এগিয়ে থাকার সুবিধা নেওয়া উচিত ছিল গুকেশের। তার জন্য ডিংকে শুরু থেকে চাপ সৃষ্টি করতে পারত। কিন্তু সেটা ও করতে পারেনি। প্রতিপক্ষের কাজটা কঠিন করতে পারলেই সে ভুল করবে। একই ধাঁচে খেললে প্রতিপক্ষের কাজ সহজ হয়ে যায়। ডিং লিরেনও নিখুঁত কাউন্টার পাঞ্চে গেম জিতে নিয়েছে। শেষ দুই গেমে লিরেনই ফেভারিট।’’
কার্লসেন জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোকে দুই সেরা প্রতিযোগীর লড়াই বলে মনে হচ্ছে না। নরওয়ের চ্যাম্পিয়ন দাবাড়ু বলছেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীদের লড়াই বলে মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে, একটা ওপেন টুর্নামেন্টের দ্বিতীয় অথবা রাউন্ডের খেলা হচ্ছে। একজন হয়তো শুরুটা ভাল করছে। অন্যজন নিজের মান বা যোগ্যতা দেখিয়ে ম্যাচ জিতে নিচ্ছে।’’