নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর : সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েছেন। বিশ্বনাথন আনন্দের পর তিনি দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসাবে বিশ্বসেরার মুকুট মাথায় তুলেছেন। যদিও ডি গুকেশের (Gukesh) পা কিন্তু মাটিতেই রয়ে গিয়েছে। কোনও রাখঢাক না করেই তিনি জানাচ্ছেন, দাবাড়ু হিসাবে তাঁকে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে।
গুকেশ (Gukesh) বলছেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের মুহূর্তটা কোনও দিন ভুলতে পারব না। কিন্তু আমাকে আরও অনেক উন্নতি করতে হবে। চেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে দাবাড়ু হিসাবে নিজের প্রতিভার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি।’’ একই সঙ্গে আনন্দ বা ম্যাগনাস কার্লসেনদের মতো কিংবদন্তি দাবাড়ুদের সঙ্গে নিজের তুলনায় আপত্তি রয়েছে গুকেশের। তাঁর সাফ কথা, ‘‘ওঁরা দু’জনেই গ্রেট। ওঁদের সঙ্গে নিজের তুলনা করতে চাই না। আমাকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। একজন দাবাড়ু হিসাবে কীভাবে নিজেকে আরও উন্নত করে তোলা যায়, আমার পুরো ফোকাস এখন সেদিকে।’’
বিশ্ব দাবায় আনন্দের তিনিই ভারতের মুখ। গুকেশ বলছেন, ‘‘এটা আমার কাছে সম্মানের। আমার সাফল্যের পর যদি ভারতে দাবার জনপ্রিয়তা আরও বাড়ে, তাহলে গর্বিত হব। এখানেই থেমে থাকতে রাজি নই। লক্ষ্যটা আরও বড় করছি। যদিও তার জন্য আমাকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে।’’
আরও পড়ুন: উদ্যোগী সাংসদ, দেগঙ্গায় বসছে পথবাতি