সিওল, ২৭ মে : দক্ষিণ কোরিয়াতে আয়োজিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতলেন গুলবীর সিং। এছাড়া পুরুষদের ২০ কিলোমিটার হাঁটায় ব্রোঞ্জ পেলেন সার্ভিন সেবাস্তিয়ান। ফলে জোড়া পদক এল ভারতের ঝুলিতে।
আরও পড়ুন-কন্যাশ্রী কাপ জিতে দ্বিমুকুট ইস্টবেঙ্গলের
প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সোনা জিতলেন কোনও ভারতীয় অ্যাথলিট। শেষবার ২০১৭ সালে ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ভারতের জি লক্ষ্মনণ। এদিন ২৮ মিনিট ৩৮.৬৩ সেকেন্ডে দৌড় শেষ করে জাতীয় রেকর্ড গড়ার পাশাপাশি সোনা জিতে নেন গুরবীর। ২৬ বছর বয়সি এই সেনা জওয়ান গত এশিয়ান গেমসে এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। গুলবীরের প্রধান প্রতিপক্ষ ছিলেন জাপানের মেবুকি সুজুকি। তিনি ২৮ মিনিট ৪৩.৮৪ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো পেয়েছেন। ২৮ মিনিট ৪৬.৮২ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন বাহরিনের অ্যালবার্ট কিবিচি রপ। চতুর্থ স্থানে শেষ করে অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন আরেক ভারতীয় অ্যাথলিট সাওয়ান বারওয়াল।
শুক্রবার ৫ হাজার মিটার দৌড়ের ফাইনালে অংশগ্রহণ করবেন গুলবীর। তাঁর সামনে দারুণ সুযোগ জোড়া সোনা জেতার। তবে দিনের প্রথম পদক জিতেছিলেন সেবাস্তিয়ান। তিনি ১ ঘণ্টা ২১ মিনিট ১৩.৬০ সেকেন্ড সময় নিয়ে ২০ কিলোমিটার হাঁটায় ব্রোঞ্জ পান। তবে মেয়েদের জ্যাভলিনে হতাশ করেছেন এশিয়ান গেমসে সোনাজয়ী অন্নু রানি। তিনি ৫৮.৩০ মিটার দূরে ছুঁড়ে চার নম্বরে শেষ করেন।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…