সংবাদদাতা, বারাসত : দুয়ারে সরকার শিবিরে গুলেন বেরি সিনড্রোম সচেতনতা। এমন অভিনব ও গুরুত্বপূর্ণ আয়োজন করেছিলেন বারাসত ১৩ নম্বর ওয়ার্ডের পুরপিতা চিকিৎসক ডঃ সুমিত সাহা। চিকিৎসক হওয়ার কারণে নিজেই দুয়ারে সরকার ক্যাম্পে বসে গুলেন বেরি সিনড্রোম সচেতনতা চালান। তিনি বলেন, এটা কোনও ছোঁয়াচে রোগ নয়। খাবার, জল ইত্যাদি দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে। অযথা মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে।
আরও পড়ুন-জলসমস্যা মেটাতে ৬০ কোটি বরাদ্দ হবে দুটি নয়া জলাধার, বসছে পাইপ
ক্যাম্পে আসা মানুষদের সচেতন করার পাশাপাশি তিনি বলেন, মানুষদের জানাতে হবে এই গুলেন বেরি কোনও ছোঁয়াচে রোগ নয়। ফলে ভয় বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। নবম দুয়ারে সরকার ক্যাম্পটি হয় বারাসত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বারাসত প্রিয়নাথ গার্লস হাইস্কুলে। কয়েকশো মানুষ দুয়ারে সরকার শিবিরে গিয়ে বিভিন্ন পরিষেবার আবেদন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে হাজার হাজার মানুষ উপকৃত হন তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। পাশাপাশি এদিন দুয়ারে সরকার শিবির থেকে এই অভিনব উদ্যোগ নেওয়ায় ও গুলেন বেরি সিনড্রোম নিয়ে সচেতনতার পাঠ পেয়ে খুশি শিবিরে আসা মানুষজন।