সুশান্তকে খুন করতেই লোক নিয়োগ গুলজারের! তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

Must read

ভয় দেখানো নয়, তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে (Susanta Ghosh) খুন করতেই লোক নিয়োগ করেছিল মূল চক্রী গুলজার৷ ধৃত গুলজারকে জেরা করে এমন তথ্যই উঠে আসছে বলেই জানিয়েছেন তদন্তকারীরা৷ সুশান্তকে টার্গেট করার কারণ কী, সে সম্পর্কেও তথ্য পাওয়া পেয়েছে পুলিশ৷ ঘটনাক্রম বলছে, এটাই প্রথম নয়, এর আগেও দু’দুবার সুশান্ত ঘোষকে (Susanta Ghosh) খুনের চেষ্টা করেছিল গুলজার। পুলিশি জেরায় তা স্বীকারও করেছে করেছে গুলি-কাণ্ডের মূল চক্রী। রীতিমতো পরিকল্পনা করেই সেদিন রাতে বাড়ির সামনে সুশান্তকে গুলি করে মারার চেষ্টা করে এই দূষ্কৃতী। কিন্তু কপাল জোরে প্রাণে বেঁচে যান তৃণমূল কাউন্সিলর। এরই মধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে হামলায় ব্যবহৃত স্কুটারের নম্বর চিহ্নিত করেছেন তদন্তকারীরা। কিন্তু নম্বর নিয়ে স্কুটারের খোঁজ করতেই বেরিয়ে আসে অন্য তথ্য। তাতেই চোখ কপালে উঠেছে গোয়েন্দাদের। দেখা যাচ্ছে, আদতে ওই নম্বরটি হামলায় ব্যবহৃত স্কুটারের নয়। নম্বরটি অন্য স্কুটারের। তদন্তকারীদের ধারণা পরিকল্পনামাফিক হামলায় ব্যবহৃত স্কুটারের নম্বর প্লেট আগে থেকেই পাল্টে ফেলেছিল আততায়ীরা। অন্য স্কুটারের নম্বর প্লেট লাগানো হয়েছে ওই স্কুটারে। পুরো পরিকল্পনাই ছিল গুলজারের। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, গুলজার ওই স্কুটারটি দিন সাতেক আগেই এক ব্যক্তির থেকে কিনেছিল। তাঁকেও ইতিমধ্যে চিহ্নিত করে জেরা শুরু করেছে পুলিশ। ওই স্কুটার কবে বিক্রি করা হয়েছিল, কত টাকায় বিক্রি হয়েছিল, নম্বরপ্লেট আগেই বদলে ফেলা হয়েছিল কিনা তাও জানার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে যুক্ত দু’জনেরই বিহার যোগ মিলেছে। বিহারে তাঁদের কোনও ক্রিমিনাল রেকর্ড আছে কিনা জানতে তদন্তকারীদের একটি দল বিহারে গিয়েছেন।

আরও পড়ুন- ২৪ ঘণ্টায় ৫ লক্ষর বেশি যাত্রী! নয়া রেকর্ড গড়ল ভারতের উড়ান পরিষেবা

Latest article