প্রতিবেদন : পাকিস্তানের তদারকি সরকারের প্রধানমন্ত্রী হতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি গুলজার আহমেদ। দেশের তদারকি প্রধানমন্ত্রীর নাম ঠিক করতে সোমবার বৈঠকে বসেছিল ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। দলের কোর কমিটির সেই বৈঠকেই তদারকি প্রধানমন্ত্রী পদে গুলজারের নাম সুপারিশ করেন ইমরান। বৈঠকে সর্বসম্মতিক্রমেই গুলজারের নাম চূড়ান্ত হয়।
পাকিস্তানের প্রাক্তন তথ্যমন্ত্রী তথা পিটিআইয়ের প্রবীণ নেতা ফাওয়াদ চৌধুরী ট্যুইট করে দলের তরফে তদারকি প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করার বিষয়টি জানান।
আরও পড়ুন-ফুঁসছে জনতা, মন্ত্রিসভায় গণপদত্যাগ, বিপাকে পড়ে সর্বদলীয় সরকার গড়ার ডাক শ্রীলঙ্কার প্রেসিডেন্টের
উল্লেখ্য, ২০১৯ সালে পাকিস্তানের প্রধান বিচারপতি হয়েছিলেন গুলজার আহমেদ। তিনি ছিলেন পাকিস্তানের ২৭তম প্রধান বিচারপতি। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৫৭ সালের ২ ফেব্রুয়ারি করাচিতে জন্মগ্রহণ করেছিলেন গুলজার আহমেদ। তবে তদারকি প্রধানমন্ত্রীর নাম নির্বাচনের বিষয়টিকে অবৈধ বলে জানিয়েছেন দেশের বিরোধী নেতা শাহবাজ শরিফ। শাহবাজ বলেছেন, দেশের প্রেসিডেন্ট আলভি এবং প্রধানমন্ত্রী ইমরান দু’জনেই আইন ও সংবিধান লঙ্ঘন করছেন। তার পরেও তাঁরা কীভাবে বিরোধীদের কাছে তদারকি প্রধানমন্ত্রীর নাম জানতে চাইছেন তা বোধগম্য হচ্ছে না।
আরও পড়ুন-সেরা দলে স্মৃতিরা নেই
এদিকে, অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পাক সুপ্রিম কোর্টে বিরোধীদের করা মামলার শুনানি সোমবার শুরু হয়েছে৷ মঙ্গলবারও চলবে৷ পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো বলেছেন, পাকিস্তানকে অন্যায়ভাবে অকাল নির্বাচনের দিকে ঠেলে দিয়েছেন ইমরান খান। এটা মানা যায় না৷