ফের মার্কিন স্কুলে বন্দুকবাজের হামলা, মৃত ৩

এদিনের ঘটনায় বন্দুকবাজ সহ কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শিশুরাও রয়েছে। এছাড়া এই হামলায় কমপক্ষে আরও ৫ জন জখম হয়েছেন

Must read

উইসকনসিন প্রদেশের ম্যাডিসন ((Madison) অঞ্চলে একটি স্কুলে ফের বন্দুকবাজের হামলা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এদিনের ঘটনায় বন্দুকবাজ সহ কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শিশুরাও রয়েছে। এছাড়া এই হামলায় কমপক্ষে আরও ৫ জন জখম হয়েছেন। ম্যাডিসন পুলিশ ডিপার্টমেন্ট সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সম্পর্কে জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে। এই স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আনুমানিক ৪০০ শিক্ষার্থীকে পড়াশোনা করে।

পুলিশের তরফে জানান হয়েছে, সন্দেহভাজন সেই বন্দুকবাজ সহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে। দু’জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, এই ঘটনায় হামলাকারী একজন কিশোরী। হামলাকারীর বয়স ১৭ বছর। পুলিশ অফিসাররা যখন স্কুলে পৌঁছয়, তখন সেই বন্দুকবাজকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও এম্বুলেন্স। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ এবং স্কুলের নিরাপত্তা এখন এক সামাজিক ব্যাধি হয়ে উঠেছে। স্কুলে এই ধরনের বন্দুকবাজের হামলার সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। চলতি বছরে আমেরিকায় ৩২২টি এমন ঘটনা ঘটেছে। ১৯৬৬ সালের পর থেকে এই সংখ্যাটা দ্বিতীয় সর্বোচ্চ। গত ২০২৩ সালে মার্কিন স্কুলগুলিতে এই ধরনের ৩৪৯টি হামলার ঘটনা ঘটেছিল। বারবার যেকোন পাবলিক প্লেসে এই ধরণের প্রাণঘাতী হামলার সাক্ষী থেকেছে আমেরিকা।

Latest article