মেক্সিকোর বারে হামলা বন্দুকধারী দুষ্কৃতীদের, নিহত ১০, জখম ৭

এদিনের এই ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে ১০ জন নিহত হয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Must read

শনিবার গভীর রাতে মেক্সিকোর (Mexico) সান্তিয়াগো দে কেরেতারো শহরের একটি পানশালায় বন্দুকধারী দুষ্কৃতীরা হামলা চালাল। এদিনের এই ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে ১০ জন নিহত হয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন মহিলা রয়েছেন বলে খবর। ৭ জন জখম হয়েছেন।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতদুষ্ট কমিশনে অভিযোগ তৃণমূলের

সূত্রের খবর, চারজন বন্দুকধারী দুষ্কৃতী বারে ঢুকে হামলা চালায়। একটি পিক আপ ভ্যানে করে দুষ্কৃতীরা সেখানে আসে এবং এলোপাথাড়ি গুলি করতে থাকে। আতঙ্কে মানুষজন চিৎকার করতে থাকেন। নিমেষের মধ্যেই জখম হন কয়েকজন। এরপর সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার সঙ্গে যুক্ত একটি গাড়ির দিকে নজর রেখেছে। তবে পুলিশ হামলাকারীদের গাড়িটি ইতিমধ্যেই উদ্ধার করেছে। পালিয়ে যাওয়ার আগে গাড়িটিতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। রাস্তায় ধারে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি পড়েছিল। এই ঘটনায় শেষ পাওয়া খবর অনুযায়ী একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-কু-কথার জের, ট্রেনি সভাপতিকে শোকজ কমিশনের, জবাব তলব উত্তর দিতে হবে রাত ৮টার মধ্যে

প্রসঙ্গত, মেক্সিকোর কেরেতারো অনেকটাই শান্তিপূর্ণ। অন্যান্য এলাকার তুলনায় এই শহর অনেকটাই নিরাপদ। সেখানে এহেন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়েই।

Latest article