ভারতের বিরুদ্ধে অনিশ্চিত গাপ্টিল

Must read

দুবাই, ২৭ অক্টোবর : পাকিস্তানের বিরুদ্ধে হার দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ড। গোদের ওপরে বিষফোঁড়ার মতো পাক ম্যাচে চোট পেয়ে বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে নামা অনিশ্চিত অভিজ্ঞ কিউয়ি ওপেনার মার্টিন গাপ্টিলের। ফলে রীতিমতো চাপে কেন উইলিয়ামসনরা।

রবিবাসরীয় ম্যাচটা ভারত এবং নিউজিল্যান্ড দুই দলের কাছেই প্রচণ্ড গুরুত্বপূর্ণ। সেদিন যে দল জিতবে, তারা সেমিফাইনালের দৌড়ে টিকে থাকবে। কিন্তু হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার প্রবল সম্ভাবনা। চোটের জন্য ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য পেসার লকি ফার্গুসন। এবার গাপ্টিল যদি ভারতের বিরুদ্ধে খেলতে না পারেন, তা হলে বড় ধাক্কা খাবে কিউয়ি শিবির।.প্রসঙ্গত, পাকিস্তান ম্যাচে ব্যাট করার সময় প্রতিপক্ষ পেসার হ্যারিস রউফের ইয়র্কার গাপ্টিলের বুটের ডগায় আছড়ে পড়েছিল।

আরও পড়ুন : পিএসসির পরীক্ষার তারিখ

ম্যাচের পর নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ‘‘গাপ্টিলের পায়ের পাতায় চোট লেগেছে। রীতিমতো যন্ত্রণা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে ভারতের বিরুদ্ধে ও আদৌ খেলতে পারবে কি না, তা জানার জন্য আমাদের আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে।’’
এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে হারের পর ভারতের বিরুদ্ধে ম্যাচের গুরুত্ব যে বেডে় গেল, তা স্বীকার করছেন উইলিয়ামসন। পাকিস্তানের বিরুদ্ধে শারজায় খেলার পর দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। উইলিয়ামসন বলছেন, ‘‘ভারত প্রচণ্ড শক্তিশালী দল। তবে হাতে কিছুটা সময় পাচ্ছি। নিজেদের মধ্যে আলোচনা করে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সেদিন মাঠে নামতে হবে।’’

Latest article