নবমবার সাফ কাপ (SAFF Final) ঘরে তুলল ভারত। ম্যাচের শুরুটা ভালো হলেও ১৫ মিনিটের মাথায় গোল খেয়ে যায় ইগর স্টিম্যাচের দল। কুয়েতের (Kuwait) হয়ে গোলটি করেন আল খালিদ। এরপরই পাল্টা আক্রমণে ঝাপিয়ে পড়ে সুনীল ছেত্রীর দল (Sunil Chhetri)। ১৯ মিনিটে সুনীলের শট আটকে দেন কুয়েতের গোলরক্ষক। ম্যাচের ৩৮ মিনিটে সমতা ফেরায় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সমতায় ফেরান লালিয়ানজুয়ালা ছাঙতে। ৩৮ মিনিটে সাহাল সামাদ একা বল নিয়ে অনেকটা উঠে পাশ দেন সুনীলকে। তিনি আবার বল ফিরিয়ে দেন সাহালকে। তিনি বল সাজিয়ে দেন ফাঁকায় থাকা ছাঙতেকে। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি দু’দল। যার জন্য প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
আরও পড়ুন-অধ্যাপক ওমপ্রকাশের পক্ষ নিল শিক্ষকমহল
ম্যাচের (SAFF Final) দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধে দুই দলই ম্যাচের রাশ ধরার চেষ্টা করছে। কিন্তু কোনও দলই সেভাবে সফল হয়নি। ম্যাচের ৬২ মিনিটে ফর গোল করার সুযোগ পেয়ে যান ছাংতে। কিন্তু কুয়েতের বক্সে পৌঁছে গেলেও গোল করতে সফল হননি তিনি। এরপর বেশ কয়েকটি পরিবর্তন করে ভারতীয় দল। অনিরুদ্ধ থাপার জায়গায় আসেন মহেশ সিং। অন্যদিকে আশিক কুরুনিয়ানের জায়গায় মাঠে নামেন রোহিত কুমার। তবে এরপর আক্রমণে গেলে নির্ধারিত সময় পযর্ন্ত ফলাফল না আসায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। তবে শেষমেশ এক্সট্রা টাইমেও ম্যাচের ফলাফল থাকে ১-১। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ৪-৫ গোলে ম্যাচ জেতে ভারতীয় দল।