গুটখায় নিষেধাজ্ঞা বহাল

২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড আইন অনুযায়ী, প্রতিবছর জনস্বার্থ রক্ষার্থে রাজ্যের ফুড সেফটি কমিশনারের এই বিজ্ঞপ্তি জারি করার কথা।

Must read

প্রতিবেদন : গুটখা ও তামাকজাত পানমশলার বিক্রিতে নিষেধাজ্ঞা আরও একবছর বাড়ল রাজ্যে। রাজ্যের স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, তামাক-নিকোটিনযুক্ত গুটখা বা পানমশলার উৎপাদন, মজুত, সরবরাহ ও বিক্রি নিষিদ্ধ থাকবে রাজ্যে।

আরও পড়ুন-আদিবাসীদের ভিটেমাটি কেড়ে নিচ্ছে বিজেপির মদতপুষ্ট জমি মাফিয়ারা

২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড আইন অনুযায়ী, প্রতিবছর জনস্বার্থ রক্ষার্থে রাজ্যের ফুড সেফটি কমিশনারের এই বিজ্ঞপ্তি জারি করার কথা। সেইমতো বিধি মেনেই প্রতিবছর নভেম্বর মাসে এই নিষেধাজ্ঞা নবীকরণ করা হয়। স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তামাক-নিকোটিন মেশানো গুটখা ও পানমশলার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ধরনের পণ্য রাজ্যে নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সচেতনতার মাধ্যমে তামাকজাত দ্রব্যের ব্যবহার কমানোই এই পদক্ষেপের প্রধান লক্ষ্য।

Latest article