প্রতিবেদন: সাংবিধানিক পদের দায়িত্ব পালনে সক্ষম নন বর্তমান রাজ্যপাল আরএন রবি (RN Ravi- MK Stalin)। তাই অবিলম্বে এই অযোগ্য রাজ্যপালকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হোক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়ে তামিলনাডুর রাজ্যপাল আর এন রবির বিরুদ্ধে এমনই কড়া অবস্থান নিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শনিবার দেশের সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মুকে এই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই চিঠিতে রাজ্যপাল হিসেবে আর এন রবি কীভাবে রাজ্য সরকারের বিভিন্ন কাজে নাক গলিয়ে অযথা বাগড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তার সুনির্দিষ্ট তথ্য পেশ করেছেন স্ট্যালিন (RN Ravi- MK Stalin)। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, বাল্যবিবাহে জড়িত বেশ কিছু পুরোহিতের বিরুদ্ধে পুলিশি তদন্তে তামিলনাডুর রাজ্যপাল বাধা দিচ্ছেন। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিভিন্ন বিল অযথা ঝুলিয়ে রাখছেন। নির্বাচিত রাজ্য সরকারের গৃহীত অবস্থানের বিরুদ্ধে রাজনৈতিক ও মতাদর্শগত অবস্থান নিচ্ছেন। চিঠির শেষাংশে স্ট্যালিন স্পষ্ট লিখেছেন, সাংবিধানিক প্রধানের মতো উচ্চ পদে বসার জন্য আর এন রবি যে যোগ্য নন, তা গত দুই বছরের কার্যকলাপে বার বার বুঝিয়ে দিয়েছেন। ফলে তাকে অবিলম্বে ওই গুরুদায়িত্ব থেকে সরানো হোক। স্ট্যালিন যেদিন রবির নামে অভিযোগ করে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন তাৎপর্যপূর্ণভাবে সেদিনই দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করেন রবি। রাজ্যের ডিএমকে সরকারের বিরুদ্ধে প্রথম থেকেই কার্যত জেহাদ ঘোষণা করেছেন রাজ্যপাল রবি। সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হওয়া বিদ্যুৎ মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত করা নিয়ে তা চরমে পৌঁছেছে। আচমকাই জেলবন্দি মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন রাজ্যপাল। তাঁর সেই এক্তিয়ার বহির্ভূত কাজ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশজুড়ে। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের ধমক খেয়ে নিজের থুতু নিজে চাটার মতোই সেন্থিল বালাজির বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন রাজ্যপাল।
আরও পড়ুন- তছরুপ আইনের আওতায় জিএসটি