গুয়াহাটিতেও ঘূর্ণি উইকেট, থাকবে বাউন্স

গুয়াহাটি আবার বিসিসিআইয়ের হেড পিচ কিউরেটর আশিস ভৌমিকের হোম গ্রাউন্ড। প্রথম টেস্ট শেষ হয়েছে মাত্র আড়াই দিনে।

Must read

গুয়াহাটি, ১৮ নভেম্বর : ইডেন গার্ডেন্সের পিচ কেলেঙ্কারির পর গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের উইকেট নিয়ে বাড়তি সতর্ক বোর্ড। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। ০-১ ফলে পিছিয়ে থাকা টিম ইন্ডিয়ার কাছে এটা সিরিজ বাঁচানোর ম্যাচ।

আরও পড়ুন-বিকল্প হিসেবে লালবাগে জনপ্রিয় হয়ে উঠেছে সংকর প্রজাতির কুলচাষ

গুয়াহাটি আবার বিসিসিআইয়ের হেড পিচ কিউরেটর আশিস ভৌমিকের হোম গ্রাউন্ড। প্রথম টেস্ট শেষ হয়েছে মাত্র আড়াই দিনে। যা টেস্ট ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন নয়। এমন ঘটনার পুনরাবৃত্তি গুয়াহাটিতে চাইছে না বোর্ড। তবে বর্ষাপাড়ার ২২ গজও স্পিনারদের বাড়তি সাহায্য করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে লাল মাটির পিচ হওয়ার সুবাদে গতি ও বাউন্স দুটোই থাকবে।
এই প্রসঙ্গে এক বোর্ড কর্তার বক্তব্য, বর্ষাপাড়া স্টেডিয়ামের পিচ লাল মাটিতে তৈরি। ফলে বাড়তি গতি এবং বাউন্স থাকবে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিরিজ শুরুর আগেই জানিয়ে দিয়েছিল, তারা ঘূর্ণি উইকেট চায়। তাই পিচে বল ঘুরবে এবং সেটা বাড়তি গতি ও বাউন্সের সঙ্গে। তবে চেষ্টা করা হচ্ছে, পিচে যাতে কোনও অসমান বাউন্স না থাকে। যেটা ইডেনে ছিল। আরও একটা আড়াই দিনের টেস্ট বিসিসিআই চায় না।

Latest article