হেয়ার স্টাইলিস্ট গিল্ডের বিবৃতি

Must read

প্রতিবেদন : বাংলা বিনোদন জগতে থ্রেট কালচারের অভিযোগ আর ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার যুদ্ধের মাঝেই পরিচালকদের কাঠগড়ায় তুলল সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন। কাজ না পাওয়ার দাবি এবং শিল্পী তনুশ্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রসঙ্গে ফেডারেশনের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিলেন সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্টদের সংগঠন। ডিরেক্টরস গিল্ড বারবার ফেডারেশনের বিরুদ্ধে তোপ দাগলেও কেশসজ্জা শিল্পীরা স্পষ্টভাবেই জানিয়ে দিলেন যে তাঁরা ফেডারেশনের সঙ্গে আছেন। অফিসিয়াল বিবৃতিতে তাঁরা লেখেন, আপনারা প্রশ্ন তুলেছেন যে ফেডারেশন কী? ফেডারেশন তো শুধুমাত্র একটি ট্রেড ইউনিয়ন। আমরা বলছি ফেডারেশন আমাদের কাছে আমাদের শক্তি। আমাদের কাছে ইন্ডাস্ট্রিতে মাথা উঁচু করে কাজ করার চাবিকাঠি। দিনের পর দিন যে অমানবিক খাটুনি আমাদের দিয়ে করানো হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্তম্ভ। আমাদের আবেগ। কারণ আমরা জানি ফেডারেশন ছাড়া কেউ নেই যারা আমাদের কথা বলবে। তা এতদিনে প্রমাণিত। আপনারাই প্রশ্ন তুলেছিলেন যে আমরা এতজন কলাকুশলী কেন ফেডারেশনকে মেনে চলি? তার একটাই উত্তর আমরাই ফেডারেশন। আমরা কোনও ব্যক্তি নই, আমরা সমষ্টি। আর আমাদের বর্তমান সভাপতি আমাদের পথপ্রদর্শক। এভাবেই ফেডারেশনের পাশে দাঁড়িয়েই নিন্দুক এবং সমালোচকদের একহাত নিল হেয়ার স্টাইলিস্ট গিল্ড (Hair Stylists Guild)।

আরও পড়ুন- ১০০ দিনের কাজ: জবাব দিন, ৫ হাজার শ্রমিকের চিঠি মোদিকে

Latest article