শুরু হজ, ১৫ লক্ষ তীর্থযাত্রী এবার মক্কায়

Must read

শুরু হজ যাত্রা (Haj Yatra 2024)৷ সৌদি আরবের মক্কা শহরে ১৫ লক্ষের বেশি তীর্থযাত্রী উপস্থিত হয়েছেন৷ আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ (Haj Yatra 2024)। এরপর ৯ জিলহজে অবস্থান করতে হয় আরাফাতের ময়দানে। আর ১০ জিলহজে পশু কোরবানি করেন হাজিরা। পশু কোরবানি শেষে আরও দুদিন ধরে থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। হজ সম্পন্ন করতে সব মিলিয়ে পাঁচদিন সময় লাগে। প্রথমদিন পুরুষ হাজিরা সেলাই ছাড়া কাপড় পড়েন, নারীরা পড়েন ঢিলেঢালা পোশাক৷ মানতে হয় আরও নিয়মনীতি৷ এমন পোশাক পরে দলে দলে হাজিরা পৌঁছন মিনায়৷ এখানে ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত আদায় করেন৷ সেখান থেকে রওনা হন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে৷ আরাফাতের দিবসকে ধরা হয় মূল হজ হিসেবে। দুপুরে হজের খুৎবা (বিশেষ প্রার্থনা) শুনবেন তাঁরা। এ বছর সউদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক অনুষ্ঠানের মাধ্যমে আরাফাতের পবিত্র দিনে খুতবা পাঠের জন্য দায়িত্ব দিয়েছেন শায়খ মাহের আল মুয়াইকিলিকে৷ তিনি বিশ্বের ধর্মপ্রাণ হজযাত্রীদের উদ্দেশ্যে খুতবা পাঠ করবেন আরাফাতের মসজিদ নামিরাহ থেকে৷ এভাবেই পাঁচদিন ধরে চলবে হজের আরও নানা আনুষ্ঠানিকতা৷

আরও পড়ুন- অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড! এমার্জেন্সি গেটে আবর্জনার স্তূপ, বিশৃঙ্খল পরিস্থিতি

Latest article