তুহিনশুভ্র আগুয়ান, হলদিয়া: রাজ্যের শিল্প মানচিত্রে উজ্জ্বল নাম হলদিয়া। সেই শিল্পশহর হলদিয়ার একাধিক সমস্যা মেটাতে উদ্যোগী প্রশাসন। শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে এবার স্থানীয় শিল্পসংস্থা এবং প্রশাসনের যৌথ উদ্যোগে ১৭ কোটি টাকায় অত্যাধুনিক মানের ড্রেন গড়ে উঠতে চলেছে হলদিয়ায়। ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফে এই উদ্যোগের কথা বিভিন্ন শিল্পসংস্থাকেও জানানো হয়েছে। জানা গিয়েছে, হলদিয়ার সিটি সেন্টার থেকে দুর্গাচক পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার পাশে ৬-৭টি শিল্প কারখানা অবস্থিত। কিন্তু দীর্ঘদিন ধরে ওই এলাকার ড্রেনেজ সিস্টেম ব্যাহত। এর আগে একাধিকবার ওই রাস্তার ধারে অবস্থিত শিল্পকারখানাগুলির তরফে হলদিয়া পুরসভা, এমনকি হলদিয়া উন্নয়ন পর্ষদের কাছে সঠিক ড্রেনেজ সিস্টেমের দাবি জানানো হয়।
আরও পড়ুন-৫০টি অনলাইন ফেসলেস পরিষেবা চালু হচ্ছে রাজ্যে
এবার তাদের দাবি মেনে অত্যাধুনিক মানের ড্রেন তৈরি হতে চলেছে হলদিয়ায়। ইতিমধ্যে তার যাবতীয় প্রস্তুতিও শুরু হয়েছে। মূলত ওই এলাকায় বর্ষার সময় জল জমে যাওয়ার প্রবণতা রয়েছে। ফলে কারখানাগুলিকে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। এবার এর থেকে কিছুদিনের মধ্যেই সুরাহা মিলবে বলা যায়। হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফে আগামী বছরের আগেই এই ড্রেন তৈরির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে অত্যাধুনিক মানের ড্রেন গড়ে তোলা হবে হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং এলাকার শিল্পসংস্থাগুলির যৌথ উদ্যোগে। ইতিমধ্যে পর্ষদের এই প্রস্তাবে সাড়াও দিয়েছে শিল্পসংস্থাগুলি। বেশ কিছুদিন আগে এই নিয়ে পর্ষদ কর্তারা নিজেদের মধ্যে বৈঠক করেন। এর পরেই অত্যাধুনিক মানের ড্রেন তৈরির প্রস্তুতি তুঙ্গে। জানা গিয়েছে, ওই রাস্তার ধারে পেট্রোকেমিক্যালস, বিপিসিএল, ধানসারি, কেপিসিএল, লালবাবার মতো একাধিক বড় কারখানা রয়েছে। অত্যাধুনিক মানের এই ড্রেন তৈরি হলে অনেকাংশে সুবিধা হবে মনে করছেন এই সমস্ত কারখানা কর্তৃপক্ষ। সাধারণভাবে হলদিয়ার অন্যান্য এলাকায় ড্রেনেজ সিস্টেম সচল রাখতে বছরে একবার পরিষ্কার করতে হয়। কিন্তু এক্ষেত্রে এই অত্যাধুনিক ড্রেন তৈরি হলে বছরের পর বছর অনায়াসে চলবে। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন, হলদিয়া উন্নয়ন পর্ষদ ও কারখানা কর্তৃপক্ষ যৌথভাবে এই অত্যাধুনিক ড্রেন তৈরির উদ্যোগ নিয়েছে। শিল্প কারখানাগুলি এতে সায় দিয়েছে। ১৭ কোটি টাকা ব্যয়ে খুব শিগগিরই এই ড্রেন গড়ে তোলা হবে।7y
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…