প্রতিবেদন : পূর্ব মেদিনীপুরে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে তৈরি হতে চলেছে বহুকাঙ্ক্ষিত নতুন সেতু। শুক্রবার ট্যুইট করে বিষয়টি জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছেন, পূর্ব মেদিনীপুরকে নতুন উপহার। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রেখে হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে নতুন সেতুর ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সংযোজন, একটু সময় লাগলেও বিপুলসংখ্যক মানুষের উপকার হবে। রেল, হাসপাতাল, বিভিন্ন উন্নয়ন স্কিমের পর এটি নতুন উপহার।
আরও পড়ুন-মেঘালয়ে প্রথম দফার তৃণমূলের প্রার্থী তালিকা
পূর্ব মেদিনীপুরের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি সেতু৷ অবশেষে নিত্য যাতায়াতের দীর্ঘ যন্ত্রণার অবসান হতে চলেছে মানবিক মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, পূর্ব মেদিনীপুর তাঁর কাছে এক অন্য আবেগের জায়গা। গোটা বাংলা ঘিরেই তাঁর উন্নয়নের স্বপ্ন ও পরিকল্পনা। কিন্তু আন্দোলনের ধাত্রীভূমি পূর্ব মেদিনীপুরের মানুষের আশীর্বাদ তিনি বরাবর পেয়েছেন। নন্দীগ্রামের জমি আন্দোলন তো পাকাপাকি ভাবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। ফলে এই জেলার যে-কোনও উন্নয়নের কাজই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ। তাই হলদিয়া ও নন্দীগ্রামের মাঝে এই নতুন সেতুকে কেন্দ্র করে স্থানীয় মানুষের যে প্রয়োজনীয়তা ও আবেগ রয়েছে তাকে সম্মান দিয়েই রাজ্যের কোষাগারে টানাটানির মধ্যেই নতুন সেতু তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।