সংবাদদাতা, হলদিয়া : বাংলায় কর্মসংস্থানের নয়া দিশা দেখাল হলদিয়া পেট্রোকেমিক্যালস। আগামী বছরেই ৫ হাজার কোটি টাকা বিনিয়োগে হলদিয়ায় শুরু হবে ভারতের বৃহত্তম ফেনল এবং অ্যাসিটোন প্ল্যান্ট। যেখানে ব্যাপক পরিমাণ কর্মসংস্থান হবে বলে মনে করছেন হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ। এছাড়াও এই বিনিয়োগের ফলে রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে তাঁরা মনে করেন। বর্তমানে পশ্চিমবঙ্গে মাথা-পিছু প্লাস্টিকের ব্যবহার ৯ কেজি। যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। পলিমার ব্যবহার প্রায় পাঁচ গুণ বেড়েছে।
আরও পড়ুন-গুণমানের পরীক্ষায় ফেল ১৪৫ নামী ওষুধ!
টাকার অঙ্কে ২০২১ অর্থবর্ষে ১৮০ কোটি থেকে ২০২৪ অর্থবর্ষে ৮৫০ কোটিতে দাঁড়িয়েছে। এছাড়াও ডাউন স্ট্রিম ইউনিটের প্রবৃদ্ধি ৪২ থেকে বেড়ে ১৩৮৬ হয়েছে। এমন পরিস্থিতিতে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগে নয়া এই প্ল্যান্ট শিল্প ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ। যেখানে কর্মসংস্থান ১২ হাজার থেকে বেড়ে ৬.৪ লক্ষ হবে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের সিইও নবনিত নারায়ণ জানিয়েছেন, ‘বাংলার একটি শক্তিশালী পলিমার ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে হলদিয়া পেট্রোকেমিক্যালস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের বিনিয়োগ এবং সহায়তা হাজারের বেশি ডাউন স্ট্রিম ইউনিটকে ক্ষমতায়িত করেছে। পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে আমরা বাংলার শিল্পের ভিত্তি শক্তিশালী করছি এবং অঞ্চল জুড়ে ডাউন স্ট্রিম শিল্পের জন্য নতুন সুযোগ উন্মোচিত হল। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে এবং মূল কাঁচামালের স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি করবে। পলিমার এবং রাসায়নিক শিল্পের জন্য বাংলাকে এক গুরুত্বপূর্ণ ও প্রধান স্থানে পৌঁছে দেবে।