পুত্রশোক ভুলে বিধবা পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর (Haldia Unique Marriage)। বিধবা বউমাকে নিজের কন্যারত্ন মনে করে কন্যা সম্প্রদানও করলেন স্বয়ং শ্বশুর। হলদিয়ার বাসিন্দা নকুল ঘাঁটির এই সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ প্রত্যেকেই। দুঃখের মাঝেও খুশি বউমা শুভ্রা।
২০১৭ সালে হলদিয়ার চৈতন্যপুরের বরদা গ্রামের শ্যামল মালাকারের মেয়ে শুভ্রার সঙ্গে সুতাহাটা অনন্তপুর গ্রামের নকুল চন্দ্র ঘাঁটির একমাত্র পুত্র অর্ণবে বিয়ে হয়। বিয়ের তিন বছরের মাথায় ২০২০ সালের ২০ অক্টোবর লক্ষ্যার কাছে মোটরবাইক দূর্ঘটনায় মৃত্যু হয় অর্ণবের। তারপর থেকেই স্বামীহারা অর্ণবের বিধবা স্ত্রী শুভ্রার জীবন দুঃসহ হয়ে ওঠে। বউমার সেই যন্ত্রণার জীবন দেখে কষ্ট পাচ্ছিলেন শ্বশুর বিজ্ঞান কর্মী হলদিয়ার নকুল ঘাঁটি। এর পরেই নিজের পুত্রবধূ শুভ্রার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷
আরও পড়ুন – বেলুড় হাসপাতাল নতুন রূপে
সেই মতো হলদিয়া টাউনশিপের রামগোপালচকের বিনয় সাঁতরার ছেলে মধুসূদন সাঁতরার সঙ্গে পুত্রবধূ শুভ্রার বিয়ে দেন নকুলবাবু। ঠিক হয়েছে বিয়ের পরেও দু’ জনেই নকুলবাবুর বাড়িতে সারাজীবন থাকবেন। শুভ্রার সঙ্গে তাঁর তিন বছরের ছেলে মৈনাককেও সন্তান স্নেহে প্রতিপালনের দায়িত্ব নিয়েছেন মধুসূদন (Haldia Unique Marriage)।
সমাজের কুসংস্কার ভাঙার আনন্দে নিজের ভালোলাগার কথা শোনালেন পাত্র মধুসূদন সাঁতরাও। সব মিলিয়ে সোমবার রাতে এক অন্যরকম বিয়ের সাক্ষী থাকল হলদিয়া৷ নিজে দাঁড়িয়ে থেকে সবকিছুর তদারকি করলেন নকুলবাবু৷ কন্যাসমা পুত্রবধূর বিয়ে উপলক্ষে খাওয়া দাওয়ারও এলাহি আয়োজন করেছিলেন নকুলবাবু৷ মেনুতে ছিল ভাত, মিক্সড ভেজ, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, চাটনি,পায়েস, পাপর, রসগোল্লা এবং আইসক্রিম।