বিনোদন

হাফ ডজন সিরিজ

দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩
অ্যামাজন প্রাইম ভিডিওয় দেখা যাবে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’। আবারও একবার শ্রীকান্ত তিওয়ারির চরিত্র ফুটিয়ে তুলেছেন মনোজ বাজপেয়ী। নাগাল্যান্ডে হয়েছে শ্যুটিং। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়দীপ আহলাওয়াতকে। ‘পাতাল লোক’, ‘জানে জান’, ‘মহারাজ’ সিনেমা-সিরিজের মাধ্যমে তিনি ইতিমধ্যেই নিজের অভিনয়-প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এছাড়াও সিরিজে রয়েছেন শারিব হাসমি, শ্রেয়া ধন্বন্তরি, অশ্লেষা ঠাকুর, শরদ কেলকর, দলিপ তাহিল, নীরজ মাধব, সানি হিন্দুজার মতো অভিনেতা। সিরিজের দ্বিতীয় মরশুমে রাজির ভূমিকায় নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয়ের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও অনবদ্য ছিলেন তিনি। এবারের গল্প কোনদিকে মোড় নেয়, সেটা সম্পর্কে নিশ্চিত হতে দেখতে হবে সিরিজটি। তবে এই গল্পে উত্তর-পূর্ব ভারতের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন-১৫০ বছরে হাওয়া অফিস

ডাব্বা কার্টেল
হিতেশ ভাটিয়া পরিচালিত থ্রিলার ‘ডাব্বা কার্টেল’। এই ওয়েব সিরিজে উঠে আসবে ছয়ের দশকের মহারাষ্ট্রের থানের পাঁচ সাধারণ মহিলার কথা, যারা মাদক বিক্রির একটা চক্র গড়ে তুলবে। তাও টিফিন ডেলিভারি সার্ভিসের আড়ালে। ফার্স্ট লুক সামনে আসার পর থেকেই তৈরি হয়েছে আগ্রহ। প্রধান ভূমিকায় দেখা যাবে শাবানা আজমি, জ্যোতিকা, ফারহান আখতার, নিমিশা, সাজায়ান, অঞ্জলি আনন্দ, গজরাজ রাও, যিশু সেনগুপ্ত প্রমুখকে। ফারহান আখতার জানিয়েছেন, আমরা গল্প বলতে ভালবাসি। নেটফ্লিক্সের সঙ্গে আমাদের যৌথ উদ্যোগ আশা করি সফল হবে। ভবিষ্যতে এখানে আমাদের আরও কিছু শো আসবে। সিরিজটি আমার কাছে বিশেষ, কারণ আমার স্ত্রী শিবানী এর নির্মাতা। শিবানীও ভীষণ খুশি। জানিয়েছেন— কাজটা করতে পেরে তিনি তৃপ্ত। একটা ছোট্ট আইডিয়ার উপর ভিত্তি করে দানা বেঁধেছে সিরিজটি। প্রযোজনায় এক্সেল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রোডাকশন।
মটকা কিং
পরিচালক নাগরাজ মঞ্জুলের ওয়েব সিরিজ ‘মটকা কিং’। এই মুহূর্তে রয়েছে জোর চর্চায়। একসময়ের বোম্বের জুয়া ব্যবসায়ী রতন ক্ষেত্রীর জীবন ও কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। নামভূমিকায় রয়েছেন বিজয় বর্মা। বিজয়ের বিপরীতে আছেন কৃতিকা কামরা। এই প্রথম পর্দায় জুটি বাঁধলেন তাঁরা। অভিনেত্রীকে এর আগে দেখা গিয়েছে ‘বোম্বাই মেরি জান’ ওয়েব সিরিজে। কৃতিকা জানিয়েছেন, ‘বোম্বাই মেরি জান’-এর মতো ‘মটকা কিং’-এর গল্পের প্রেক্ষাপট মুম্বই শহর হলেও, তাঁর অভিনীত দুটি চরিত্রের মধ্যে কোনও মিল নেই। ‘মটকা কিং’কে কীভাবে সাহায্য করবে কৃতিকা, কী করে হয়ে উঠবে মুম্বইয়ের জুয়া ব্যবসার মূল পান্ডার অন্যতম ভরসা, দেখা যাবে এই সিরিজে। গত শতকের ছয় থেকে নয়ের দশক পর্যন্ত তৎকালীন বোম্বেতে মটকা-জুয়াকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন জুয়া ব্যবসায়ী রতন ক্ষেত্রী। জুয়া খেলায় সমাজের সব ধরনের মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। কীভাবে? তারপর কী হল রতন ক্ষেত্রীর? সব নিয়েই এগোবে ‘মটকা কিং’-এর গল্প। প্রযোজনায় রয় কাপুর ফিল্মস।

আরও পড়ুন-মন কেড়েছে রাজার ফুচকা

ব্ল্যাক ওয়ারেন্ট
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’। এই সিরিজের মাধ্যমে ডেবিউ করলেন বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের আর-এক সদস্য শশী কাপুরের নাতি জাহান কাপুর। দিল্লির তিহার জেলের জেলার সুনীল গুপ্তার জীবনী অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। সুনীল গুপ্তার চরিত্রেই দেখা গেছে জাহানকে। জাহানের কাজ দেখে উচ্ছ্বসিত দর্শকেরা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাহুল ভাট। সিরিজে রয়েছে পুলিশ এবং বন্দিদের মধ্যে একটি এনকাউন্টার দৃশ্য। পরিচালনায় বিক্রমাদিত্য মোতওয়ান। ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল সুনীল গুপ্তা এবং সুনেত্রা চৌধুরীর বই। সেই বই থেকেই তৈরি হয়েছে সিরিজটি।
দ্য ট্রায়াল সিজন ২
‘দ্য ট্রায়াল’-এর মাধ্যমে বলিউড অভিনেত্রী কাজল ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছিলেন। হয়েছিলেন উচ্চপ্রশংসিত। এবার ‘দ্য ট্রায়াল সিজন ২’-এও দেখা যাবে তাঁকে। আবারও তিনি ফুটিয়ে তুলবেন আইনজীবী নয়নিকা সেনগুপ্তর চরিত্র। সামনে এসেছে এই কোর্টরুম ড্রামার কিছু ছবি। সেখানে কাজলকে দেখা যাচ্ছে আইনজীবীর পোশাক-পরা অবস্থায়, ব্যাগ ও ফাইল হাতে। সুপর্ণ ভার্মা পরিচালিত সিরিজটির স্ট্রিমিং শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। ডিজনি হটস্টারে। কাজল ছাড়াও রয়েছেন বর্ষীয়ান অভিনেতা আশরানি।
রক্ত ব্রহ্মাণ্ড
রাজ অ্যান্ড ডিকে প্রযোজিত অ্যাকশন থ্রিলার ‘রক্ত ব্রহ্মাণ্ড’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু, আদিত্য রয় কাপুর, আলি ফজল এবং ওয়াকিমা গাব্বি। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বড় বাজেটের সিরিজটি। পরিচালনায় রাহি অনিল ব্রেভ। সিরিজে অতিরিক্ত ভায়োলেন্স দেখানো হয়েছে। তুলে ধরা হয়েছে একটি রাজ্যের অন্ধকার দিক। যেখানে অপরাধ যেন ডাল-ভাত! নেই কোনও আইন ও মানবতা। সাড়া জাগিয়েছে ভালই।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

14 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago