প্রতিবেদন : প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাসের সমর্থনে জনসভা হল বাম-শাসিত কেরলে। ভার্চুয়ালি এই জনসভায় বক্তব্য রাখতে দেখা যায় হামাসের প্রথমসারির নেতা খালেদ মাশালকে (Hamas Leader- Kerala)। শুক্রবার রাতে এই জনসভা আয়োজিত হয় কেরলের সংখ্যালঘু অধ্যুষিত মলাপ্পুরম জেলায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, জামাত-ই-ইসলামির যুব শাখা ‘সলিডারিটি ইউথ মুভমেন্ট’ ওই সভার আয়োজন করেছিল। অভিযোগ, ‘সেভ প্যালেস্টাইন’ শীর্ষক ওই সভায় খোলাখুলি ইজরায়েলের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার চালানো হয়। যে হামাস নেতা এই সভায় বক্তব্য রাখেন খালেদ মাশাল (Hamas Leader- Kerala)। তিনি হামাসের সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ ‘পলিটিক্যাল ব্যুরো’র চেয়ারম্যান এবং ইজরায়েলের মাটিতে একাধিক হামলায় অভিযুক্ত। কেরলের সভায় হামাস নেতার বক্তৃতার খবর প্রকাশ্যে আসার পর বাম-শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের বিরুদ্ধে সরব হয়েছে একাধিক মহল। আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। যদিও হামাসের সমর্থনে সভায় কোনও প্রচার হয়নি বলে আইইউএমএল নেতৃত্বের দাবি।
আরও পড়ুন- কাতারে ৮ ভারতীয়র মৃত্যুদণ্ড: দিল্লির সামনে এখন কঠিন চ্যালেঞ্জ