অদম্য জেদকে সঙ্গী করেই জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে সোনামুখীর মৌমিতা। জন্ম থেকেই ডান হাত ও পা নেই ইছারিয়া হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী মৌমিতার। বিষয়টি নজরে আসতে স্থানীয় বিডিওর নির্দেশে ওই ছাত্রীর জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়। বাড়ি থেকে ১৩ কিলোমিটার দূরে বিষ্ণুপুরের রাধানগর হাইস্কুলে সিট পড়েছে মৌমিতার। টোটোয় করে কেন্দ্রে পৌঁছে বাবার কোলে চেপে কেন্দ্রের ভেতরে ঢুকতে হয়। শনিবার তাঁর জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে বিডিও সোমশঙ্কর মণ্ডল বলেন, প্রথমদিন পরীক্ষাকেন্দ্রে আসার পর ওই পরীক্ষার্থীর অসুবিধার বিষয়টি জানা যায়। তাই দ্বিতীয় দিন হুইল চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে। অভিভাবকরা আগে থেকে বিষয়টি জানালে শুরুতেই ব্যবস্থা নেওয়া যেত। মৌমিতার বাবা শ্রীদামবাবু বলেন, মেয়ে ক্র্যাচ নিয়ে চলাফেরা করে। তাই তাকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হয়। সংসার চালানোর জন্য আমাকে পোলট্রি ফার্মে কাজ করতে হয়। তাই মেয়েকে সবদিন স্কুলে পৌঁছনো সম্ভব হয় না। প্রশাসন হুইল চেয়ারের ব্যবস্থা করায় আমরা খুশি।
আরও পড়ুন- পেটিএম করবেন না, ব্যবসায়ীদের অন্য অ্যাপ ব্যবহারের পরামর্শ সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠনের