একই পরিবারের ৫ জনের ঝুলন্ত দেহ উদ্ধার বিজেপি রাজ্যে

বুরারিকাণ্ডের তদন্তে নেমে পুলিশ সাইকোসিস ও শেয়ার্ড ডিলিউশন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনে। তবে প্রশ্ন থেকেই যায়।

Must read

ফিরে এল দিল্লির (Delhi) বুরারির স্মৃতি। একই পরিবারের সদস্যদের আত্মহত্যার ঘটনা এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) আলিরাজপুরে। জানা গিয়েছে, একই পরিবারের ৫ জনের আত্মহত্যার ঘটনা ঘিরে আজ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

আরও পড়ুন-চিকিৎসক দিবসে হাবড়ায় মা ক্যান্টিনের উদ্বোধন

২০১৮ সালে ১ জুলাই দিল্লির বুরারির চুন্দাওয়াত পরিবারের ১১ জন সদস্যের দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। সেই ঘটনা মনে করিয়ে দিয়েই আজ, ১ জুলাই আলিরাজপুরের এক পরিবারের ৫ জন সদস্যের দেহ বাড়ি থেকে উদ্ধার হল। এই ঘটনাও আত্মহত্যা বলা হচ্ছে। কিন্তু ঘটনার নেপথ্যে রয়েছে বহু প্রশ্ন, রহস্যের ঘনঘটা। আজ, সোমবার সকালে মধ্যপ্রদেশের আলিরাজপুরে একই পরিবারের ৫ জন সদস্যের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই সন্দেহ করছে। এদিন বাড়ি থেকে ২৭ বছর বয়সী রাকেশ দোদওয়া, ২৫ বছর বয়সী তাঁর স্ত্রী ললিতা দোদওয়া ও তাঁদের সন্তান ৯ বছরের লক্ষ্মী, ৭ বছরের প্রকাশ ও ৫ বছরের অক্ষয়ের দেহ উদ্ধার হয়। সকলের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে।

আরও পড়ুন-৫০ বছরের দাম্পত্য, একসঙ্গেই স্বেচ্ছামৃত্যু নেদারল্যান্ডের দম্পতির

প্রসঙ্গত, ২০১৮ সালের ১ জুলাই দিল্লিতে বুরারি এলাকার চুন্দাওয়াত পরিবারের ১১ জনের দেহ বাড়ি থেকে উদ্ধার হয়। বুরারিকাণ্ডের তদন্তে নেমে পুলিশ সাইকোসিস ও শেয়ার্ড ডিলিউশন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনে। তবে প্রশ্ন থেকেই যায়। আজকের আলিরাজপুরের ঘটনায় দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Latest article