খড়্গপুর আইআইটির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

আসিফ আইআইটি খড়্গপুরের মদনমোহন মালব্য হলের এসডিএস ব্লকের ১৩৫ নম্বর রুমে থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Must read

সংবাদদাতা, খড়্গপুর : ১৩ দিনের মাথায় ফের ছাত্রমৃত্যুর ঘটনা খড়্গপুর আইআইটিতে। চলতি বছরের ১২ জানুয়ারির পর ২০ এপ্রিল, আর তারপর ৪ মে— ফের আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গেল জেলা ও রাজ্য জুড়ে। রবিবার ভোরে আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র মহম্মদ আসিফ কামারের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। আসিফ আইআইটি খড়্গপুরের মদনমোহন মালব্য হলের এসডিএস ব্লকের ১৩৫ নম্বর রুমে থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-বেহালার অভিজাত বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড

শনিবার রাত থেকেই আসিফের রুমের দরজা লাগানো ছিল বলে পুলিশ জানায়। সহপাঠীরা বারবার দরজা খোলার চেষ্টা করেও যখন ব্যর্থ হন, তখনই খবর দেওয়া হয় পুলিশে। ভোর সাড়ে তিনটে নাগাদ আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা হিজলি ফাঁড়ির পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে আসিফের ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃতদেহ খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আসিফ বিহারের শিওহর জেলার গারাহিয়ার গ্রামের বাসিন্দা। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের তরফে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা খড়্গপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।

Latest article