সংবাদদাতা, হাওড়া : শ্রমমন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক গৌতম চৌধুরির উদ্যোগে ঘুসুড়ির হনুমান জুটমিলের (Hanuman Jute Mill) অচলাবস্থা কাটতে চলেছে। ফের শীঘ্রই চালু হচ্ছে এই জুটমিল (Hanuman Jute Mill)। এই ব্যাপারে শ্রম দফতরে মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে মিলের মালিক পক্ষকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরি। সেই বৈঠকে দ্রুত মিল খোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রমমন্ত্রী বেচারাম মান্না মিলের মালিককে স্পষ্ট করে জানিয়ে দেন, আগে মিল খুলুন। উৎপাদন শুরু করুন। তারপর সমস্ত সমস্যার সমাধান করা যাবে। কোনওভাবেই মিল বন্ধ রেখে দেওয়া যাবে না। মালিক পক্ষের তরফে কয়েকদিনের মধ্যেই মিল চালুর আশ্বাস দেওয়া হয়েছে। বিধায়ক গৌতম চৌধুরি জানান, ‘‘শ্রমমন্ত্রীর উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকে মিল খোলার বিষয়ে সর্বসম্মতভাবে রফাসূত্র বের হয়েছে। বৈঠকে ঠিক হয়েছে কয়েকজন কর্মীর দফতর বদল করা হবে। তবে কোনও কর্মীকে কাজ থেকে বসানো হবে না। এই শর্তেই মালিকপক্ষ দু-এক দিনের মধ্যে মিল খুলবেন বলে জানিয়েছেন।’’ এদিকে মিল খোলার খবরে বেজায় খুশি মিলের শ্রমিকরা। কয়েক মাস আগে মিল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছিলেন মিলের প্রায় ৩ হাজার শ্রমিক।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের