‘শুভ জন্মদিন ভাই…’, শাহরুখ খানকে জন্মদিনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, জন্মদিনে শাহরুখের বাংলো মন্নতের সামনে ভক্তদের ভিড় জমে। বাংলোর বাইরে এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়তেন তিনি।

Must read

আজ, ২রা নভেম্বর ‘কিং খান’ শাহরুখের (Shahrukh Khan) জন্মদিন। এই বিশেষ দিনে ঠিক রাত ১২টার এক মিনিট আগে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৪ সালে একটি অনুষ্ঠানে শাহরুখ খানকে ‘ভাই’ সম্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন শাহরুখের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমার ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার অনবদ্য প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে এভাবেই সমৃদ্ধ করে যাও।’

আরও পড়ুন-লন্ডনগামী ট্রেনে ১০ জনকে এলোপাথাড়ি ছুরির কোপ আততায়ীর

শাহরুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্কের কথা সবাই জানে। আগেও দিদির আমন্ত্রণে কলকাতা চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকবছর উপস্থিত ছিলেন কিং খান। ‘কিং’ ছবির শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পেয়েছিলেন বাদশা। সেই খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন।

আরও পড়ুন-নবজাতকের বেঁচে ওঠার গল্প

প্রসঙ্গত, জন্মদিনে শাহরুখের বাংলো মন্নতের সামনে ভক্তদের ভিড় জমে। বাংলোর বাইরে এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়তেন তিনি। তবে চলতি বছর আলিবাগে জন্মদিন পালন করবেন তিনি। ইতিমধ্যেই ফারহা খান, করণ জোহর আলিবাগের উদ্দেশে রওনা দিয়েছেন।

 

Latest article