হার রাম-বাম জোটের, তমলুকে তৃণমূল জিতল সমবায়ে

শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক ইউনিয়ন কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির ভোটে সিপিএম-বিজেপি জোট বেঁধেও হেরে গেল তৃণমূলের কাছে।

Must read

প্রতিবেদন : শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক ইউনিয়ন কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির ভোটে সিপিএম-বিজেপি জোট বেঁধেও হেরে গেল তৃণমূলের কাছে। ৪৪ আসনের ৪০টিতেই জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।

আরও পড়ুন-দিনের কবিতা

পরস্পরকে একাধিক আসন ছেড়ে সমঝোতা করে প্রার্থী দেয় রাম-বাম জোট। মনোনয়ন পর্বে বিরোধীরা প্রার্থী দিতে না পারায় তৃণমূলের ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। রবিবার ব্লকের প্রথম সারির এই সমবায় সমিতির ১০৭৫ ভোটার ভরসা রাখলেন তৃণমূলেই। বাকি ৩৮টি আসনের ভোটে ৯৪ জন প্রার্থী ছিলেন। তৃণমূলের মোকাবিলায় রাম-বাম জোট বাঁধায় বল্লুক ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ পরিচালন কমিটিতে বেছে নিলেন তৃণমূল প্রার্থীদের। রবিবার সন্ধ্যায় ভোটের ফলাফলে দেখা যায় তৃণমূলের বিরাট জয়।

Latest article