১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে নিহত হন বাংলাদেশের (Bangladesh) স্থপতি মুজিবুর রহমান। স্বাধীনতাবিরোধী অপশক্তির মদতে ওইদিন নৃশংসভাবে খুন করা হয়েছিল বঙ্গবন্ধু-সহ তাঁর পরিবারের মোট ১৮ জনকে। এতদিন বাংলাদেশে জাতীয় শোকদিবস হিসাবে পালিত হত দিনটি।
আরও পড়ুন-রামরেডরা স্বাধীনতার শত্রু
কিন্তু ইউনুস জমানায় নিষিদ্ধ হয়েছে আওয়ামি লিগ। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গেলেও সরকার ও রাজাকার বাহিনীর তাণ্ডবের মুখে পড়ছেন সাধারণ মানুষ। শুক্রবার সেই দৃশ্যই দেখা গেল। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়া এক মহিলাকে চরম হেনস্থা করে ফেরত পাঠাল পুলিশ। কেড়ে নেওয়া হল পুষ্পস্তবক। অন্য আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় উঠিয়ে নিয়ে যাওয়া হয়। বদলের বাংলাদেশে এবার এই ন্যক্কারজনক ছবিই দেখা গেল।