জলন্ধর, ৯ জানুয়ারি : জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতা ফেরালেও সিরিজ শেষ পর্যন্ত ভারতই জিতবে বলে মনে করছেন হরভজন সিং।
আরও পড়ুন-করোনায় আইপিএল হতে পারে বিদেশেই
ভারতের প্রথম বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের অধিকারী হরভজন সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ৪১৭ টেস্ট উইকেটের মালিক ভাজ্জি বলেছেন, ‘‘যখন আমরা আগে দক্ষিণ আফ্রিকা সফর করেছি বা তারও আগে অন্য ভারতীয় দল যখন সফর করেছে, সে সময় চারজন ফাস্ট বোলার খেলানোর বিলাসিতা ছিল না আমাদের। যারা দেশে-বিদেশে যে কোনও পরিস্থিতিতে ১৪৫ কিমি গতিতে বল করতে পারে। এমনকী কয়েক বছর আগেও এটা ছিল না। কিন্তু এখন আমাদের শামি, বুমরা, সিরাজ ও শার্দূলের মতো উঁচু মানের ফাস্ট বোলার আছে।
আরও পড়ুন-গাভির লাল কার্ড, আটকে গেল বার্সেলোনা
আগে যদি এই মানের ফাস্ট বোলার আমাদের থাকত তাহলে আমরা অনেক আগেই দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ জিতে ইতিহাস গড়ে ফিরতাম। হ্যাঁ, এবার ভারতীয় দলের কাছে দারুণ সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতার। আমার আশা, ওরা এবার সেটা পারবে। জোবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকা খুব ভাল খেলেছে। আমার বিশ্বাস, কেপটাউনে টিম ইন্ডিয়া সেরা ফর্মে থাকবে এবং ওখানে প্রথমবার টেস্ট সিরিজ জিতবে।”