নয়াদিল্লি : দু’জনের কেউ ২০০৮ সালের সেই ‘মাঙ্কিগেট’ বিতর্ক মনে রাখেননি। পরবর্তী সময়ে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একসঙ্গে খেলেছেন দু’জন। বিতর্ক ভুলে কাছাকাছি এসেছিলেন তাঁরা। তাই অ্যান্ড্রু সাইমন্ডসের (Andrew Symonds) অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না হরভজন সিং (Harbhajan Singh)। প্রাক্তন অলরাউন্ডারের মৃত্যুতে স্তম্ভিত টার্বুনেটর। ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন হরভজন।
আরও পড়ুন:বাংলার তরুণ প্রজন্মের সংস্কৃতি ভাবনায় সমারোহ
ট্যুইটারে ভারতের প্রাক্তন অফস্পিনার (Harbhajan Singh) লেখেন, ‘অ্যান্ড্রু সাইমন্ডসের (Andrew Symonds) মৃত্যুর খবর শুনে আমি বাকরুদ্ধ। মেনে নিতে পারছি না। খুব তাড়াতাড়ি চলে গেলে। ওর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করি।’ যদিও ‘মাঙ্কিগেট’-এর কারণে দু’জনের সম্পর্ক আইপিএলের আগে স্বাভাবিক ছিল না। সেবার সিডনি টেস্ট চলাকালীন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অভিযোগ তোলেন সাইমন্ডসের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন হরভজন। ভারতীয় স্পিনার নাকি সাইমন্ডসকে ‘মাঙ্কি’ অর্থাৎ ‘বাঁদর’ বলে সম্বোধন করেছেন। যদিও হরভজন এই অভিযোগ নস্যাৎ করে দেন। ক্রিকেট ইতিহাসে এই বিতর্ক ‘মাঙ্কিগেট’ নামে কুখ্যাত। অস্ট্রেলিয়া ভারতীয় তারকার শাস্তি দাবি করে। তিন ম্যাচ নির্বাসিতও হন ভাজ্জি। জল অনেক দূর গড়ানোর পর সেই শাস্তি তুলেও নেওয়া হয়। এই বিতর্কে হরভজন পাশে পেয়েছিলেন শচীন তেন্ডুলকরকে। এদিন শচীনও সাইমন্ডসের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে শোকপ্রকাশ করে ট্যুইটারে লিখেছেন, ‘মর্মান্তিক খবর। অ্যান্ড্রু সাইমন্ডসের প্রয়াণ আমাদের সকলেরই মেনে নিতে কষ্ট হচ্ছে। ও শুধু দুর্দান্ত একজন অলরাউন্ডার ছিল না, বরং মাঠে এক প্রাণবন্ত চরিত্র ছিল। মুম্বই ইন্ডিয়ান্সে আমাদের অনেক সুখস্মৃতি রয়েছে। এক সঙ্গে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছি। ওর আত্মার শান্তি কামনা করি। পরিবার-বন্ধুদের সমবেদনা জানাই।’’ শোকপ্রকাশ করেছেন বিরাট কোহলিও।