শিখরকে টি-২০ দলে চান ভাজ্জি

Must read

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : সুপার ফোরে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরে এশিয়া কাপে ফাইনাল খেলার অঙ্ক কঠিন করে ফেলেছে ভারত। পর পর দুই ম্যাচে দলের ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিশেষজ্ঞরা। হরভজন সিংয়ের (Harbhajan Singh- Shikhar Dhawan)) মতো প্রাক্তন তারকা স্পিনার দল নির্বাচন নিয়ে সরব হয়েছেন। দীনেশ কার্তিক প্রথম ম্যাচের পর আর কেন খেলার সুযোগ পাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ভাজ্জির দাবি, শিখর ধাওয়ানকে অবিলম্বে ভারতীয় টি-২০ দলে ফেরানো উচিত। হরভজন (Harbhajan Singh) বলেছেন, ‘‘টি-২০ দলে ফিরিয়ে আনা হোক শিখরকে (Shikhar Dhawan)। সঙ্গে ফেরানো হোক ঈশানকেও (কিশান)। শিখর নিয়মিত রান করে এবং ওর একটা ধারাবাহিকতা রয়েছে। এই ভারতীয় দলের দরকার শিখরের ধারাবাহিকতা। এবারের আইপিএলেও নিয়মিত রান করেছে। তাই আমার মত, শিখরের মতো খেলোয়াড়কে দলে ফেরানো উচিত। কারণ, ওর নামের পাশে রান আছে এবং জানে কীভাবে রান করতে হয়।’’

আরও পড়ুন: ব্রিটেনে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা

দীনেশ কার্তিককে এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলিয়ে কেন বাদ দেওয়া হল, তা বুঝতে পারছেন না ভাজ্জি। বিরক্তির সঙ্গে প্রাক্তন স্পিনার বলেন, ‘‘কার্তিক কী ভুল করেছে যে, ওকে হঠাৎ বাদ দেওয়া হল? ৩৭ বছর বয়সেও নিজের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ভাল খেলেছে। অন্যান্য সফরেও রান করেছে। তাহলে কোন যুক্তিতে কার্তিক খেলার সুযোগ পাচ্ছে না!’’

Latest article