২টি পাসপোর্ট, ৩ বার পাকিস্তান যাত্রা! ইউটিউবারের বিরুদ্ধে চার্জশিটে হাড়হিম করা গোপন তথ্য

পাকিস্তানি (Pakistan) গুপ্তচর মামলায় হাড়হিম করা তথ্য প্রকাশ্যে।

Must read

পাকিস্তানি (Pakistan) গুপ্তচর মামলায় হাড়হিম করা তথ্য প্রকাশ্যে। ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে গ্রেফতার হওয়া ইউটিউবার জসবীর সিং সম্পর্কে বড় তথ্য সামনে এসেছে৷ জসবীর সিংকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেই গ্রেফতারির চার্জশিটে এবার দেখা গেল অভিযুক্ত জসবীর বিমান ঘাঁটি এবং সেনা ঘাঁটির ছবি পাকিস্তানে পাঠিয়েছিলেন।

আরও পড়ুন –ছাব্বিশে চ্যালেঞ্জের ভোট, মুখোশ খুলুন বিজেপির

সোমবার আদালতে মোহালি এসএসওসি ইউটিউবার জসবীর সিংয়ের বিরুদ্ধে ১৭০০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করা হয়েছে। এই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযুক্ত জসবীর সিং পঞ্জাবের একটি যুদ্ধ বিমান ঘাঁটি, ভারতের ভাকরা নাঙ্গাল বাঁধ, এবং একটি বৃহৎ সেনা ঘাঁটির ছবি এবং সংবেদনশীল কিছু তথ্য পাকিস্তানে পাঠিয়েছিলেন বলে জানা গেল। জসবীর পাকিস্তানের প্রায় ১২০ জনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন প্রতিনিয়ত। তাদের মধ্যে অনেকেই আইএসআই অফিসার ছিলেন। জসবীর আইএসআই এজেন্ট শাকির রন্ধাওয়া এবং জাঠের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

আরও পড়ুন –তাঁর ছবির প্রচারে নেই আবির, ক্ষুব্ধ প্রযোজক ফিরদৌসল হাসান

চার্জশিটে বলা হয়েছে জসবীর পাকিস্তানের হোটেলগুলিতে আইএসআই কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। জসবীরের কাছ থেকে উদ্ধার হওয়া দুটি পাসপোর্টে দেখা গিয়েছে তিনি তিনবার পাকিস্তান সফর করেছেন। জসবীর পাকিস্তানি ইউটিউবার নাসির ধিলনের মাধ্যমে দানিশের সঙ্গে দেখা করেন যিনি পাকিস্তানি দূতাবাসের একজন কর্মকর্তা ছিলেন। দানিশ তাঁর কাছে ভারতীয় সিম কার্ড চাইলেও তিনি সেটা দিতে ব্যর্থ হয়েছিলেন। জসবীর সিং গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে পাকিস্তান দূতাবাসে গিয়ে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। এমনকি জসবীর নিজের ল্যাপটপটি একজন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার কাছে হস্তান্তর করেছিলেন। পাকিস্তানি এজেন্ট জসবীরকে একটি ভারতীয় সিম দেওয়ার কাজ দিলেও তিনি সেটা করতে পারেন নি। ভারতীয় সিম কার্ড ব্যবহার করে ভারতের উপর গুপ্তচরবৃত্তি করা সহজ বলেই এই পরিকল্পনা করেছিলেন তারা। তবে তাঁর ল্যাপটপ এবং মোবাইল থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উড়িয়ে দেওয়া হয়েছে। মোহালি পুলিশ সেই সব তথ্য উদ্ধারের চেষ্টা করছে।

আরও পড়ুন –হ্যাঁ! নিচুতলার মানুষের দল আমরা সামাজিক ক্ষমতাহীন ৯০ ভাগ মানুষের পার্টি

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে পঞ্জাব পুলিশ জসবীর সিংকে গ্রেফতার করে। পাঞ্জাবের এই ইউটিউবার জসবীর, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধরা পড়া হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার সাথে যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ ছিল। পাঞ্জাব পুলিশ এই বিষয়ে জানিয়েছিল যে জসবীর সিং ওরফে জান মহল (৪১) পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর জন্য গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ আরো জানিয়েছে যে রূপনগরের মহলান গ্রামের বাসিন্দা জসবীর সিং ‘জানমহল ভিডিও’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন, যার ১১ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার ছিল। তিনি নিজের ইউটিউব চ্যানেলে ভ্রমণ এবং রান্না সম্পর্কিত বিষয়বস্তু পোস্ট করতেন।

Latest article