ভারতের মরণ-বাঁচন ম্যাচ ছিটকে গেলেন হার্দিক, নিউজিল্যান্ডকে আজ হারালেই শেষ আটে

হার্দিকের পরিবর্ত হিসেবে দলে ঢুকেছেন রাজকুমার পাল। যিনি রিজার্ভে ছিলেন। হার্দিকের চোট যে দলের কাছে বড় ধাক্কা, সেটা মানছেন কোচ গ্রাহাম রিডও।

Must read

রৌরকেল্লা, ২১ জানুয়ারি : গোল পার্থক্যে পিছিয়ে থাকার সুবাদে গ্রুপ শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে। ফলে শেষ আটে ওঠার জন্য রবিবার হকি বিশ্বকাপের ক্রসওভারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। কিন্তু ডু অর ডাই ম্যাচের আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিং।

আরও পড়ুন-নাশকতা রুখতে তল্লাশি

দারুণ ফর্মে থাকা হার্দিক গ্রুপ লিগে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন। যার ফলে ওয়েলস ম্যাচে মাঠে নামতে পারেননি। এবার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। হার্দিকের পরিবর্ত হিসেবে দলে ঢুকেছেন রাজকুমার পাল। যিনি রিজার্ভে ছিলেন। হার্দিকের চোট যে দলের কাছে বড় ধাক্কা, সেটা মানছেন কোচ গ্রাহাম রিডও। তাঁর বক্তব্য, ‘‘হার্দিকের মতো ফর্মে থাকা খেলোয়াড়ের চোট নিঃসন্দেহে ধাক্কা। কিন্তু কিছু করার নেই।’’

আরও পড়ুন-টোটো চালিয়ে দিনযাপন তৃণমূল কাউন্সিলর শ্যামলের

নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে রিডের বক্তব্য, ‘‘সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠতে না পারলেও, আমরা যথেষ্ট ভাল খেলেছি। নিউজিল্যান্ড শক্তিশালী দল। তবে ছেলেরা নিজেদের একশো শতাংশ দিলে রবিবার আমরাই জিতব।’’ বিশ্বকাপে তিন ম্যাচ খেলে মাত্র ছ’টি গোল করেছে ভারত। রিড বলছেন, ‘‘প্রত্যেক ম্যাচেই প্রচুর সুযোগ নষ্ট হচ্ছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই বিলাসিতা দেখানো চলবে না। বিশেষ করে, পেনাল্টি কর্নারে আরও উন্নতি করতে হবে।’’

Latest article