তুমি অনেকেরই প্রেরণা, কার্তিককে হার্দিক

Must read

রাজকোট: আর পাঁচজন ক্রিকেটপ্রেমীর মতো দীনেশ কার্তিকে (Dinesh Karthik) মজে হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। তিন বছর পর জাতীয় দলে ফিরেই জাত চেনাচ্ছেন ৩৭ বছরের কার্তিক। রাজকোটে সব থেকে বেশি বয়সে টি-২০ ক্রিকেটে হাফ সেঞ্চুরির ভারতীয় রেকর্ড গড়েছেন ডিকে। ভেঙে দিয়েছেন এম এস ধোনির )MS Dhoni) নজির।

আরও পড়ুন: খেতমজুর সংগঠনের কার্যালয় উদ্বোধন করে রাজ্য সভাপতির ঘোষণা: কৃষকদের প্রকৃত বন্ধু তৃণমূল

বিসিসিআই টিভিতে কার্তিকের (Dinesh Karthik) সঙ্গে আড্ডা দিতে গিয়ে হার্দিক (Hardik Pandya) বলেন, ‘‘মন থেকে একটা কথা তোমাকে বলতে চাই, তুমি অনেক মানুষের অনুপ্রেরণা। তোমাকে দেখে অনেকেই নিজেদের জীবনে প্রেরণা পাবে। অনেকেই নতুন করে লড়াই করার আত্মবিশ্বাস পাবে। ভাই, তোমার জন্য গর্বিত।” হার্দিক আরও বলেন, ‘‘আমার মনে আছে আইপিএল চলাকালীন তুমি আমাকে বলেছিলে, আবার ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখো। জাতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলাই তোমার লক্ষ্য। তার জন্য তুমি সবকিছু করতে রাজি। নিজের লক্ষ্যের কাছে তুমি পৌঁছে গিয়েছ, এটা আমাকে দারুণ তৃপ্তি দিচ্ছে।”

আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতায় হার, রঞ্জি বিদায় বাংলার

এদিকে, হার্দিক নিজেও জানিয়েছেন, ধোনির একটা টিপস তাঁর ক্রিকেট দর্শন কীভাবে বদলে দিয়েছিল। তিনি বলেন, “আমি মাহি ভাইকে প্রশ্ন করেছিলাম, চাপের মুখে কীভাবে শান্ত থাকা যায়। উনি বলেছিলেন, ব্যাট করার সময় স্কোরবোর্ড না দেখে দল তোমার কাছে কী চায় সেটা মাথায় রাখবে। আমি মাহি ভাইয়ের কথা মেনে চলেছি।”

Latest article