দুবাই, ২৫ অগাস্ট : সব কিছু ঠিক থাকলে, আসন্ন এশিয়া কাপে দু’বার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই প্রতিবেশী দেশ একই গ্রুপে রয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপের ওই ম্যাচ। এছাড়া ফাইনালেও দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। পাক পেসার হ্যারিস রউফ (haris rauf) আবার আগাম হুঙ্কার দিয়েছেন, দু’বারই ভারতকে হারানোর!
এশিয়া কাপের দল ঘোষণার পরেই প্রস্তুতি নিতে দুবাই পৌঁছে গিয়েছে পাকিস্তান। সেখানে অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে ম্যাচ খেলে এশিয়া কাপের মহড়া সারছেন পাক ক্রিকেটাররা। তেমনই একটি প্রস্তুতি ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন বেশ কিছু পাক ক্রিকেটপ্রেমী। তাঁদের মধ্যে একজন রউফকে বলেন, ভারতের সঙ্গে তো দু’বার আমাদের খেলতে হবে। উত্তরে রউফ (haris rauf) পাল্টা বলেন, দু’বারই ওদের হারাব। পাক পেসারের এই আত্মবিশ্বাসী মন্তব্য শুনে উল্লাসে ফেটে পড়েন ওই ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন-টেস্ট ম্যাচ নিংড়ে নেয়, চ্যালেঞ্জও ছুঁড়ে দেয়, ছেড়ে আসা ফর্ম্যাট নিয়ে মুখ খুললেন রোহিত
তবে রউফ যতই হুঙ্কার দিন না কেন, দু’দলের সাম্প্রতিক রেকর্ড কিন্তু ভারতের পক্ষে। এই বছরেই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দুবাইয়ে পাকিস্তানকে সহজেই হারিয়েছিল ভারত। এছাড়া গত বছরের টি-২০ বিশ্বকাপেও গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। তারও আগে ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-২০ বিশ্বকাপেও ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। অর্থাৎ, শেষ চারটি ম্যাচেই বাজিমাত করেছে ভারত। মজার কথা, কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আক্রমও এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে সূর্যকুমার যাদবদেরই ফেভারিট হিসাবে চিহ্নিত করেছেন।